স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম
সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তায় নিজের সুস্থ হয়ে ওঠার খবর দিয়েছেন। “আমি ফিরে এসেছি”- এই বাক্য দিয়েই বার্তাটি শুরু করেন তিনি, যেখানে ছিল স্বাস্থ্যসংক্রান্ত ইতিবাচক আপডেট ও সবাইকে ধন্যবাদ জানানোর কথা।
মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মার্টিনকে কৃত্রিম কোমায় রাখা হয়েছিল। ৫৪ বছর বয়সী এই সাবেক ব্যাটার জানান, চিকিৎসকেরা তখন তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০-৫০ বলে জানিয়েছিলেন। মার্টিন লেখেন, “আট দিন পর কোমা থেকে জেগে উঠি- তখন হাঁটতে বা কথা বলতে পারছিলাম না। কিন্তু চার দিন পরই, চিকিৎসকদের বিস্মিত করে আমি হাঁটলাম, কথা বললাম এবং প্রমাণ করলাম কেন আমাকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া উচিত।”
হাসপাতাল থেকে ফিরে বাড়িতে পৌঁছে তিনি বলেন, “বাড়িতে ফিরতে পেরে খুবই আনন্দিত। সমুদ্রতটে বালির ওপর পা রাখতে পারছি, আর যারা এই সময়ে আমাকে ও আমার পরিবারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন- সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে পারছি। এই অভিজ্ঞতা আমাকে স্মরণ করিয়ে দিয়েছে– জীবন কতটা ঠুনকো, কত দ্রুত সবকিছু বদলে যেতে পারে এবং সময় কতটা মূল্যবান।”
বক্সিং ডেতে অসুস্থ হয়ে পড়ার পরপরই তাকে কোমায় নেওয়া হয়। পরিস্থিতি তখন গুরুতর হলেও ৪ জানুয়ারি সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট জানান, গত ৪৮ ঘণ্টায় ছিল “অবিশ্বাস্য পরিবর্তন”। তিনি বলেন, “কোমা থেকে বেরিয়ে ড্যামিয়েন যেভাবে সাড়া দিয়েছে, তা প্রায় অলৌকিক। পরিবারও এতে অভিভূত। এখনো কিছু চিকিৎসা ও পর্যবেক্ষণ বাকি, তবে সবকিছুই ইতিবাচক দিকে যাচ্ছে।”
শনিবার মার্টিন নিশ্চিত করেন, তিনি এখন বাড়িতে এবং ভালো অনুভব করছেন। তিনি আরও লেখেন, “এই পৃথিবীতে অসংখ্য ভালো মানুষ আছে- প্যারামেডিক, ডাক্তার, নার্স, পরিবার, বন্ধু এমনকি যাদের আমি চিনিও না। গত তিন সপ্তাহে মনে হয়েছে, তাদের সবার সঙ্গেই যেন আমার দেখা হয়েছে বা তারা ভালোবাসা আর সমর্থনের বার্তা পাঠিয়েছে।”