স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৬, ১১:২২ এএম
২০২০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েই এ টুর্নামেন্টে নিজেদের প্রথম ও একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এবার আসর শুরু করছে টাইগার যুবারা। জিম্বাবুয়ের বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাবে প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। ম্যাচে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় দ্বন্দ্ব মাঠের বাইরেও ছড়িয়ে পড়েছে, যা এই লড়াইকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।
এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চলছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ায় এই টানাপড়েনের শুরু। এরপর ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। এখনও সেই অবস্থানেই অনড় আছে বিসিবি। এমন অবস্থার মধ্যেই ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে এক ভিডিও বার্তায় সিজান বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে ক্রিকেটাররা যদি শতভাগ এফোর্ট দেয়... ২০২৪ সালের এশিয়া কাপেও ভারতকে হারিয়েছি। ওই ক্রিকেটাররাই এই বিশ্বকাপের দলে খেলছে। তাই আমি খুবই আশাবাদী কালকের ম্যাচ জেতার জন্য।’
নিজেদের প্রথম ম্যাচের আগে টাইগার যুবাদের কোচ নাভিদ নেওয়াজ বলেন, ‘যদি আমাদের খেলোয়াড়রা পরিকল্পনায় অটল থাকতে পারে, বাস্তবায়ন করতে পারে, তাহলে জেতার সুযোগ থাকবে। বলা কঠিন, তবে আমরা পরিকল্পনায় লেগে থাকতে চাই এবং দেখব মাঠে ছেলেরা কীভাবে খেলাটা তুলে ধরে। শেষ পর্যন্ত যে দল ভালো খেলবে, তারাই জিতবে।’