স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম
সিডনি সিক্সার্সের ব্যাটার স্টিভ স্মিথ জানিয়েছেন, সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচে বাবর আজমের সঙ্গে তার কিছুটা টানাপোড়েন হয়েছিল।
শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) শতরানের জুটির সময় এই ঘটনা ঘটে। বিগ ব্যাশ লিগে দশ ওভারের পর পাওয়ার সার্জের দুই ওভার শুরু করার সময় স্মিথ বাবরকে এক রান নিতে দেননি, যাতে নিজেই স্ট্রাইক নিতে পারেন।
১১তম ওভারে ক্রিস গ্রিনের করা শেষ বলে বাবর লং-অনে বল ঠেলে দেন। তখন বাবর ছিলেন ৩৮ বলে ৪৭ রানে, আর স্মিথ ২৮ বলে ৫৮ রানে। কিন্তু স্মিথ ইশারা দেন যে তিনি নিজেই পরের ওভারে ব্যাট করতে চান। এতে বাবর কিছুটা বিরক্ত হন এবং ওভারের মাঝখানে দুজনের সংক্ষিপ্ত কথাবার্তায় তা স্পষ্ট বোঝা যায়।
এরপর ১২তম ওভারে স্মিথ ঝড় তোলেন। রায়ান হ্যাডলির এক ওভারে টানা চারটি ছক্কাসহ মোট ৩২ রান নেন তিনি। এটি বিগ ব্যাশ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ওভার। ওভারের শেষ বলে শুরুতে দ্বিতীয় রান নিতে না চাইলেও শেষ পর্যন্ত স্মিথ রান নেন, ফলে ১৩তম ওভারে স্ট্রাইক পান বাবর। কিন্তু প্রথম বলেই আউট হন বাবর। আউট হয়ে ফেরার সময় তিনি রাগে ব্যাট দিয়ে বাউন্ডারি মার্কারে আঘাত করেন।
ম্যাচ শেষে স্মিথ বলেন, “দশ ওভারের পর আমরা কথা বলেছিলাম। কোচ আর অধিনায়ক বলেছিল, সঙ্গে সঙ্গে পাওয়ার সার্জ নিতে। আমি বলেছিলাম, এক ওভার অপেক্ষা করি। ছোট বাউন্ডারির দিকে মারতে চেয়েছিলাম। ভেবেছিলাম ওই ওভারে ৩০ রান নিতে পারব। শেষ পর্যন্ত ৩২ রান হয়েছে, ফলটা ভালোই। তবে বাবর হয়তো এক রান না নেওয়ায় খুশি ছিল না।”
চলতি মৌসুমে ৩১ বছর বয়সী স্মিথ ২০১ রান করেছেন। তার গড় ২৮.৭১ এবং স্ট্রাইক রেট ১০৭.৪৮। এই ঘটনার কয়েকদিন আগেই একই প্রতিপক্ষ থান্ডারের বিপক্ষে ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের মোহাম্মদ রিজওয়ানকে ‘রিটায়ার্ড আউট’ করা হয়েছিল। ২৩ বলে ২৬ রানে থাকা অবস্থায় অধিনায়ক উইল সাদারল্যান্ড তাকে মাঠ ছাড়ার ইশারা দেন। পরে রিজওয়ান রান নিতে গিয়ে রানআউট হন।