images

স্পোর্টস / ক্রিকেট

নোয়াখালীর বিপক্ষে বল হাতে রেকর্ড গড়লেন শরিফুল

স্পোর্টস ডেস্ক

১৬ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম

জটিলতা কাটিয়ে আবার মাঠে ফিরেছে বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের খেলা। ঢাকা পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতকাল। তা অনুষ্ঠিত হচ্ছে আজ। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে এ ম্যাচে খেলতে নেমে বল হাতে রেকর্ড গড়েছেন চট্টগ্রাম এক্সপ্রেসের শরিফুল ইসলাম। 

আগে ব্যাট করতে নেমে আজ ভালো করতে পারেননি নোয়াখালীর ব্যাটাররা। শুরুতেই মেহেদী হাসানের বলে আউট হন সৌম্য সরকার। এরপর আঘাত হানেন শরিফুল তাঁর বলে সাজঘরে ফিরতে হয় হাসান ইসাখীলকে। এরপর ম্যাচে আরও ৪ উইকেটের দেখা পেয়েছেন শরিফুল। 

জাতীয় দলের এই এই পেসার আজ ৩.৫ ওভার বল করে নিয়েছেন ৫ উইকেট। দিয়েছেন কেবল ৯ রান। বাংলাদেশি পেসারদের মধ্যে বিপিএলের সবচেয়ে কম রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন শরীফুল। 

আগে এই রেকর্ডটি ছিল আবু হায়দারের। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে ১২ রান দিয়ে ৫ উইকেট পেয়েছিলেন তিনি।

বিপিএলের ইতিহাসের সেরা বোলিং ফিগারটা বাংলাদেশের তাসকিন আহমেদের। গত বছর দুর্বার রাজশাহীর হয়ে ১৯ রানে ৭ উইকেট পেয়েছিলেন তাসকিন। শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে নোয়াখালী ১৮.৫ ওভারে ১২৬ রান করেই অল আউট হয়। এছাড়া বল হাতে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান, এক উইকেট পেয়েছেন আমের জামাল।