স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক রোহিত শর্মার কাছ থেকে হঠাৎ করেই অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয় যা তখন ভারতীয় ক্রিকেটে বেশ আলোড়ন জাগায়। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন শুরুর কথা বললেও, অনেকের কাছেই এই সিদ্ধান্তকে অপ্রয়োজনীয় ও কঠোর মনে হয়েছে। যদিও নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের কথা জানান, সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারির ধারণা- এই সিদ্ধান্তের পেছনে প্রধান কোচ গৌতম গম্ভীরের বড় ভূমিকা থাকতে পারে।
স্পোর্টস টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিওয়ারি বলেন, “আমি নিশ্চিতভাবে বলতে পারি না মূল কারণ কী। তবে অজিত আগারকরকে চেনা মানুষ হিসেবে জানি, ও খুব শক্ত ব্যক্তিত্বের এবং কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হয় না। কিন্তু প্রশ্ন হলো- কেউ কি তার কাঁধে বন্দুক রেখে গুলি ছুড়েছে? পর্দার আড়ালে অনেক কিছুই ঘটে, যেখানে এক আর একে মিলে দুই হয়। সিদ্ধান্তটা হয়তো নির্বাচক প্রধানই নিয়েছেন এবং সামনে এসে বলেছেন, কিন্তু কোচের মতামত ছাড়া এমন সিদ্ধান্ত একা নেওয়া সম্ভব নয়। এখানে দুজনই সমানভাবে দায়ী।”
নির্বাচক কমিটি নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলকে বেছে নিয়েছে, লক্ষ্য একটাই- ২০২৭ বিশ্বকাপ। শুরুতে অনেকেই ধরে নিয়েছিলেন, ৩৮ বছর বয়সী রোহিত হয়তো ওই বিশ্বকাপে থাকবেন না। কিন্তু ধারাবাহিক পারফরম্যান্স, ফিটনেস ও মানসিক দৃঢ়তা দিয়ে রোহিত প্রমাণ করেছেন- শেষবারের মতো হলেও বিশ্বমঞ্চে লড়াই করার আগ্রহ এখনো তার আছে।
বর্তমান টিম ম্যানেজমেন্ট নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিওয়ারি। তিনি বলেন, “দলে খেলোয়াড় বাছাইয়ে প্রচুর অসঙ্গতি দেখা যাচ্ছে। সত্যি বলতে কী, আমি এখন ওয়ানডে ম্যাচ দেখতে আগ্রহ হারিয়ে ফেলছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জেতা অধিনায়ককে সরিয়ে নতুন কাউকে বসানোটা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছে। রোহিতের সঙ্গে আমি খেলেছি, তাই তার সঙ্গে একটা আবেগ জড়িত। পুরো বিষয়টা যেভাবে হয়েছে, তা অসম্মানজনক লেগেছে- এমন একজন ক্রিকেটারের জন্য, যিনি বিশ্বজুড়ে ভক্তদের এত কিছু দিয়েছেন।”
তিনি এই সিদ্ধান্তের ‘ক্রিকেটীয় যুক্তি’ নিয়েও প্রশ্ন তোলেন। তিওয়ারির মতে, দুটি আইসিসি শিরোপা জেতা একজন প্রমাণিত নেতার ওপর এমন অনাস্থা দেখানো ঠিক হয়নি।
“আমি বুঝতে পারি না, কেন রোহিত ২০২৭ বিশ্বকাপ খেলবেন কি না- এ নিয়ে এত সন্দেহ ছিল। তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা ছিল ভুল। যে ক্রিকেটার তিনটি ডাবল সেঞ্চুরি করেছে এবং ২০২৩ সালে যেভাবে নিঃস্বার্থভাবে খেলেছে, তাকে নিয়ে সন্দেহ করা যায় না। শুধু ক্রিকেটীয় যুক্তি দিয়ে তাকে অধিনায়কত্ব থেকে সরানোর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়,” যোগ করেন তিওয়ারি।