images

স্পোর্টস / ক্রিকেট

বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত বিসিবির

স্পোর্টস ডেস্ক

১৫ জানুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম

ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসর স্থগিত করার সিদ্ধান্ত বিসিবির। 

এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত খেলবেন না বলে আল্টিমেটাম দিয়েছিলেন ক্রিকেটাররা। এ কারণে আজ বিপিএলে দিনের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। একই কারণে দিনের দ্বিতীয় ম্যাচও হয়নি। 

আরও পড়ুন- অর্থ কমিটি থেকে পরিচালক নাজমুলকে অব্যাহতি

আরও পড়ুন- ‘আমরা খেলি বলেই বিসিবি টাকা পায়’

ঢাকা পর্বের প্রথম দিনে আজ সন্ধ্যা ছয়টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। এর আগে দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মাঠে নামার কথা ছিল। 

এদিকে ক্রিকেটারদের প্রতিবাদের মুখে আজ বিসিবি পরিচালক এম নাজমুলকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। কিন্তু পরিচালকের পদ থেকে চাইলেই নাজমুলকে সরাতে পারবে না বিসিবি। এক্ষেত্রে নিজে পদত্যাগ না করলে তাঁকে পরিচালকের পদ থেকে সরানো যাবে না। কারণ বিসিবির গঠণতন্ত্র অনুযায়ী শুধুমাত্র মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিভাবে দেওলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে কারো পরিচালক পদ শুন্য হয় না। 

এসব কারণের কোনোটিই নাজমুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই তাঁর নিজের পদত্যাগ করাই হতে পারে সমাধান। এদিকে দুপুরে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা জানিয়েছেন, পরিচালকের পদ থেকে পদত্যাগ না করলে তারা খেলবেন না। দিনের দ্বিতীয় ম্যাচের জন্য মাঠেও আসেননি তারা। তবে ক্রিকেটাররা আরও জানিয়েছিলেন, বিসিবির পক্ষ থেকে নাজমুলকে পরিচালক পদ থেকে সরানোর নিশ্চয়তা দেওয়া হলে তারা সন্ধ্যার ম্যাচটি খেলবেন। তবে বিকেল সাড়ে ৫টার দিকেও দুই দলের ক্রিকেটাররা মাঠে আসেননি।

সব মিলিয়ে বিসিবি চলমান বিপিএল আসর অনির্দিষত সময়ের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। রাতে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।