images

স্পোর্টস / ক্রিকেট

অব্যাহতি দেওয়া হচ্ছে পরিচালক নাজমুলকে

স্পোর্টস ডেস্ক

১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

ক্রিকেটারদের দাবির মুখে অর্থ কমিটির প্রধানের পদসহ বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় আজ বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সূত্র।

সিলেট পর্ব শেষে আজ থেকে বিপিএল ফিরছে ঢাকায়। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মাঠে নামার কথা। তবে ম্যাচ শুরুর সময় পেরিয়ে গেলেও পদত্যাগ করেননি নাজমুল। ওদিকে ক্রিকেটাররাও তাদের দাবিতে অটল ছিলেন। ফলে খেলা মাঠে গড়ায়নি। 

এদিকে দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন ক্রিকেটাররা। সেখানে তারা জানিয়েছেন, নাজমুল পদত্যাগ না করা পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা। 

ক্রিকেটারদের এমন প্রতিবাদের মুখেই শেষ পর্যন্ত নাজমুলকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। 

এদিকে পরিচালকের পদ থেকে চাইলেই নাজমুলকে সরাতে পারবে না বিসিবি। এক্ষেত্রে নিজে পদত্যাগ না করলে তাঁকে পরিচালকের পদ থেকে সরানো যাবে না। কারণ বিসিবির গঠণতন্ত্র অনুযায়ী শুধুমাত্র মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিভাবে দেওলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে কারো পরিচালক পদ শুন্য হয় না। 

এসব কারণের কোনোটিই নাজমুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই তাঁর নিজের পদত্যাগ করাই হতে পারে সমাধান। 

এর আগে গতকাল নাজমুল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিতর্কিত মন্তব্য করেন। টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি বিসিবি পুষিয়ে দেওয়ার ভাববে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!’

আরেক প্রশ্নে তিনি এমনও মন্তব্য করেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’