স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম
ক্রিকেটারদের বেতন নিয়ে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন ক্রিকেটাররা। নাজমুল পরিচালকের পদ থেকে পদত্যাগ না করলে ম্যাচ বয়কটের আল্টিমেটাম দিয়েছিলেন তারা। সেই আল্টিমেটামের সিদ্ধান্তেই অনড় আছেন ক্রিকেটাররা। ফলে বিপিএলে দিনের প্রথম ম্যাচ দুপুর ১টায় শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। এদিকে দুপুরে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ক্রিকেটাররা।
সেখানে মেহেদী হাসান মিরাজ বলেন, “আমরা সবসময় বলি বোর্ড আমাদের অভিভাবক। তারা এমন মন্তব্য করলে আমাদের জন্য দুঃখজনক।”
তিনি বলেন, “আমরা যে টাকা আয় করি, বেশিরভাগ আইসিসি ও স্পন্সর থেকেই আসে। আজ বিসিবির যে টাকা আছে, বাংলাদেশের জার্সি পরে একটা ম্যাচও যে খেলেছে তারও এখানে অংশ আছে। প্রতিটি মানুষের কষ্টের বিনিময়ে আজকের বোর্ডের টাকা। এতে প্রত্যেক মানুষের হক আছে।”
মিরাজ আরও জোর দিয়ে বলেন, ক্রিকেটাররা মাঠে খেলছেন বলেই বোর্ড আজ শক্ত অবস্থানে। “মাঠে খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো জায়গায় আছে। খেলাই যদি না হয়, স্পন্সরও আসবে না, আইসিসি থেকে লভ্যাংশও আসবে না,” বলেছেন তিনি।
নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে তিনি ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখতে চান না। তার মতে, বিষয়টি পুরো ক্রীড়াঙ্গনের সম্মানের সঙ্গে জড়িত। মিরাজ বলেন, “এটা শুধু ব্যক্তিগত না। ক্রীড়াঙ্গনের জন্যই এটা লজ্জাজনক। উনি যে মন্তব্য করেছেন জানি না কীভাবে করেছেন বুঝে নাকি না বুঝে, আমার কাছে এটার ব্যাখ্যা নাই। তিনিই এটা ভালো জানেন। তার জায়গা থেকে এমন মন্তব্য করা ঠিক না। দায়িত্বে থেকে এমন মন্তব্য করা উচিত না।”
ভালো খেলার জন্য ক্রিকেটাররা সবসময় চেষ্টা করে জানিয়ে মিরাজ বলেন, “আমরা সবসময় চেষ্টা করি ভালো খেলার জন্য। আমরা সবসময় সমালোচিত হই। পারফর্ম না করলে এমন খেলোয়াড় নেই, যার সমালোচনা হয়নি,” বলেছেন তিনি।
ক্রিকেটাররা সরকার থেকে টাকা পান, এমন প্রচলিত ভুল ধারণা ভাঙতে মিরাজ বলেন, “অনেকের ধারণা সরকার থেকে আমরা টাকা পাই। না, আমরা মাঠে খেলেই সম্পূর্ণ টাকা পাই।”