images

স্পোর্টস / ক্রিকেট

বিপিএল খেলতে মাঠে যায়নি কোনো দল

স্পোর্টস ডেস্ক

১৫ জানুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম

বিপিএলের সিলেট পর্বের খেলা শেষ। আজ থেকে শুরু হওয়ার কথা ঢাকা পর্বের খেলা। সূচি অনুযায়ী দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু দুপুর ১ টায় ম্যাচ শুরুর কথা থাকলেও এখনো কোনো দল মাঠে যায়নি। এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত খেলা বয়কটের কথা জানিয়েছেন তারা। 

বিসিবির কয়েকজন পরিচালক যোগাযোগ করলেও এখনও মন গলেনি ক্রিকেটারদের। সূত্র জানিয়েছে, বোর্ডের পক্ষ থেকে তাঁকে অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ক্রিকেটাররা পরিচালক হিসেবে তাঁর পদত্যাগের দাবিতে অটল। 

এর আগে গতকাল নাজমুল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিতর্কিত মন্তব্য করেন। টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি বিসিবি পুষিয়ে দেওয়ার ভাববে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!’

আরেক প্রশ্নে তিনি এমনও মন্তব্য করেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’