images

স্পোর্টস / ফুটবল

দ্বিতীয় বিভাগের ১৭তম দলের কাছে হেরে রিয়ালের লজ্জাজনক বিদায়

স্পোর্টস ডেস্ক

১৫ জানুয়ারি ২০২৬, ১১:০০ এএম

কোপা দেল রের শেষ ষোলোতে বুধবার বড় ধরনের অঘটনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে ৩–২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লস ব্লাঙ্কোসরা। নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার অভিষেকই শেষ হলো লজ্জাজনক পরাজয়ে।

সোমবার জাভি আলোনসোর জায়গায় দায়িত্ব নেওয়া আরবেলোয়ার দল কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে ম্যাচের যোগ করা সময়ে জেফতে বেতানকোরের গোলে হার মানে। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও আরও কয়েকজন মূল খেলোয়াড়কে ছাড়াই নামা রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচজুড়েই ভুগেছে, স্পেনের দ্বিতীয় বিভাগের পয়েন্ট টেবিলে বর্তমানে ১৭ নম্বরে থাকা দলের বিপক্ষে।

ম্যাচে প্রথমে এগিয়ে যায় আলবাসেতে। ৪২ মিনিটে কর্নার থেকে জাভি ভিয়ার গোল করেন। বিরতির ঠিক আগে সমতা ফেরান ফ্রাঙ্কো মাসতান্তুয়োনো। দ্বিতীয়ার্ধে ৮২ মিনিটে জেফতে আবারও আলবাসেতেকে এগিয়ে দেন। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে গঞ্জালো গার্সিয়ার হেডে সমতায় ফেরে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। যখন মনে হচ্ছিল ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে, তখনই যোগ করা সময়ের শেষদিকে দুর্দান্ত লব করা শটে জেফতে নিজের দ্বিতীয় গোল করে আলবাসেতেকে ঐতিহাসিক জয় এনে দেন।

ম্যাচ শেষে হতাশ আরবেলোয়া বলেন, “এই ক্লাবে ড্র-ই খারাপ ফল, আর এমন হার তো সত্যিই বেদনাদায়ক। বিশেষ করে যখন প্রতিপক্ষ নিচের লিগের দল। দায় যদি কারও থাকে, সেটা আমার- একাদশ নির্বাচন, কৌশল, বদলি সবকিছুর সিদ্ধান্ত আমি নিয়েছি।”

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রোববার বার্সেলোনার কাছে হারের পরই কোচ পরিবর্তন করেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সেই সঙ্গে আরবেলোয়া এই ম্যাচে রিজার্ভ দল থেকে জর্জে সেস্তেরো ও ডেভিড হিমেনেজকে একাদশে রাখেন। এমবাপ্পের পাশাপাশি থিবো কোর্তোয়া ও জুড বেলিংহ্যামকেও বিশ্রাম দেওয়া হয়, লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচের কথা মাথায় রেখে।

পরাজয়ের পরও নিজের সিদ্ধান্তে অনড় আরবেলোয়া বলেন, “আমি আবার সুযোগ পেলেও একই কাজ করতাম। আমার বিশ্বাস, আমি এমন দল নামিয়েছিলাম যারা জিততে পারত।”

রিয়াল অধিনায়ক দানি কারভাহাল, যিনি বদলি হিসেবে নেমেছিলেন, বলেন, “আমরা এই মুহূর্তে ভালো অবস্থায় নেই। সবাইকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। এই ক্লাবের মান অনুযায়ী আমরা খেলতে পারিনি, তবে ঘুরে দাঁড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

এই ম্যাচের মাধ্যমে ইতিহাসে প্রথমবার রিয়াল মাদ্রিদকে হারানোর কীর্তি গড়ল আলবাসেতে। অন্য ম্যাচগুলোতে রিয়াল বেতিস ২–১ গোলে এলচেকে এবং আলাভেস ২–০ গোলে রায়ো ভায়েকানোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা বৃহস্পতিবার দ্বিতীয় বিভাগের শীর্ষ দল রেসিং সানতান্দারের মুখোমুখি হবে।