images

স্পোর্টস / ফুটবল

বার্সেলোনায় ফিরলেন কান্সেলো

স্পোর্টস ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৬, ১১:০১ এএম

ডিফেন্ডার জোয়াও ক্যানসেলো আবারও বার্সেলোনায় ফিরেছেন। সৌদি ক্লাব আল-হিলাল থেকে ধারে চলতি মৌসুমের শেষ পর্যন্ত মঙ্গলবার কাতালান ক্লাবটিতে যোগ দেন পর্তুগিজ এই ফুটবলার।

সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনা লিখেছে, “কিছু জায়গা কখনো ভুলে যাওয়া যায় না… আবার স্বাগতম বার্সায়, জোয়াও।” ক্লাবের বিবৃতিতে বলা হয়, “বার্সেলোনা ও আল-হিলালের মধ্যে চুক্তি হয়েছে। এর আওতায় পর্তুগিজ ফুলব্যাককে মৌসুমের শেষ পর্যন্ত ধারে দলে নিয়েছে বার্সা।”

৩১ বছর বয়সী ক্যানসেলো এর আগে ২০২৩–২৪ মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে ধারে বার্সেলোনায় খেলেছিলেন। সে সময় তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২টি ম্যাচ খেলেন। রোবের্তো মার্তিনেজের অধীনে পর্তুগাল জাতীয় দলের নিয়মিত সদস্য হলেও আল-হিলালে নিয়মিত একাদশে জায়গা পাচ্ছিলেন না ক্যানসেলো। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে প্রায় ২১ মিলিয়ন পাউন্ডে তাকে দলে নিয়েছিল সৌদি ক্লাবটি।

মঙ্গলবার প্রথমে ক্যানসেলোর যোগ দেওয়ার খবর ঘোষণা করলেও কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে তা সরিয়ে নেয় বার্সেলোনা এবং তার আনুষ্ঠানিক উপস্থাপনাও পিছিয়ে যায়। গত ডিসেম্বরে ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ায় লা লিগার নিয়ম অনুযায়ী তার বেতনের একটি অংশ ব্যবহার করে নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পায় বার্সা। আর্থিক সংকটে থাকা ক্লাবটি সেই সুযোগ কাজে লাগিয়ে ক্যানসেলোকে দলে নিয়েছে, যাতে কোচ হানসি ফ্লিকের রক্ষণভাগ আরও শক্তিশালী হয়।

আগামী বৃহস্পতিবার কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয় বিভাগে শীর্ষে থাকা রেসিং সান্তান্দারের মাঠে খেলতে যাবে বার্সেলোনা।