স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম
ম্যানচেস্টার ইউনাইটেড চলতি মৌসুমের বাকি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে সাবেক খেলোয়াড় মাইকেল ক্যারিককে নিয়োগ দিয়েছে।
ক্যারিকের কোচিং স্টাফে সহকারী হিসেবে থাকবেন ইংল্যান্ডের সাবেক সহকারী কোচ স্টিভ হল্যান্ড। এ ছাড়া জনাথন উডগেট, জনি ইভানস ও ট্রাভিস বিনিয়নও তার কোচিং টিমের অংশ হবেন।
৪৪ বছর বয়সী সাবেক ইউনাইটেড মিডফিল্ডার ক্যারিক এর আগেও ২০২১ সালে ওলে গুনার সুলশায়ারের বরখাস্তের পর তিন ম্যাচের জন্য অস্থায়ী কোচের দায়িত্ব পালন করেছিলেন। এবার আবারও ওল্ড ট্র্যাফোর্ডের ডাগআউটে ফিরছেন তিনি, শনিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগ ডার্বি ম্যাচ দিয়ে শুরু হবে তার দায়িত্ব।
গত ৫ জানুয়ারি ১৪ মাস দায়িত্বে থাকার পর রুবেন আমোরিমকে বরখাস্ত করে ইউনাইটেড। এরপর দুই ম্যাচে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন ড্যারেন ফ্লেচার।
ক্লাবের ইন-হাউস পডকাস্ট ইনসাইড ক্যারিংটন-এ ক্যারিক বলেন, “আবার এই ক্লাবের দরজা দিয়ে ঢুকে এর অংশ হতে পারা অবিশ্বাস্য এক অনুভূতি। এটা বিশাল দায়িত্ব, একই সঙ্গে দারুণ আনন্দ ও সম্মানের। আমরা ভালো কাজ করতে চাই, এই ক্লাব সেটাই প্রাপ্য।”
তিনি আরও জানান, ম্যাচ জিততে গিয়ে প্রয়োজনে ভিন্ন কৌশলে খেলতে হতে পারে, তবে তার লক্ষ্য থাকবে আক্রমণাত্মক ও উপভোগ্য ফুটবল। “আমি চাই দারুণ রোমাঞ্চকর ফুটবল খেলতে, ইতিবাচক হতে এবং দর্শকদের উত্তেজনা দিতে। আমি নিজেও সিট থেকে উঠে ম্যাচ উপভোগ করতে চাই, আর ফলাফল অবশ্যই এর সঙ্গে আসতে হবে,” বলেন ক্যারিক।
গত বৃহস্পতিবার ইউনাইটেড কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠক করেন ক্যারিক। জানা গেছে, দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি ক্লাবের প্রধান নির্বাহী ওমর বেরাদা ও ফুটবল পরিচালক জেসন উইলকক্সকে মুগ্ধ করেছেন।
কৌশলগতভাবে ক্যারিক ৪-২-৩-১ ফরমেশনে দল সাজাতে চান, যা আমোরিমের তিন ডিফেন্ডারভিত্তিক ব্যবস্থার থেকে ভিন্ন। ইউনাইটেডের সাবেক খেলোয়াড় ও কোচ ওলে গুনার সুলশায়ারও এই পদের জন্য ক্লাবের সঙ্গে আলোচনা করেছিলেন। তবে তুলনামূলকভাবে বেশি ‘হ্যান্ডস-অন’ কোচ হওয়ায় ক্যারিককেই বেছে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
আমোরিমের বিদায়ের পর বার্নলি ও ব্রাইটনের বিপক্ষে দুটি ম্যাচে দায়িত্ব পালন করা ড্যারেন ফ্লেচার আবারও অনূর্ধ্ব-১৮ দলের কোচ হিসেবে ফিরে যাবেন। ভবিষ্যতে কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তাকে দেখা হলেও, তার উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড।