স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভিসা জটিলতায় পড়েছেন পাকিস্তান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের দুই ক্রিকেটার- পেসার আলি খান ও ব্যাটার শায়ান জাহাঙ্গীর। ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরে বলা হচ্ছে, টুর্নামেন্টের আগে তাদের ভারতীয় ভিসা দেওয়া হয়নি।
আলি খান নিজেই বিষয়টি প্রকাশ্যে এনেছেন সামাজিক মাধ্যমে। শায়ান জাহাঙ্গীরের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি মজার ছলে লিখেছেন, “ইন্ডিয়ান ভিসা নাকচ, কিন্তু কেএফসি জিতে গেছে।” মুহূর্তেই পোস্টটি ক্রিকেটভক্তদের নজর কাড়ে এবং পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা সমস্যার বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
বিভিন্ন গ্ণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুধু যুক্তরাষ্ট্রই নয়- ইতালি, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কানাডাসহ বেশ কয়েকটি সহযোগী দেশের দলে পাকিস্তান বংশোদ্ভূত বা দ্বৈত নাগরিকত্বধারী ক্রিকেটার রয়েছেন, যাদের অনেকেই ভারতীয় ভিসা পেতে জটিলতার মুখে পড়ছেন। এসব দেশের ক্রিকেট বোর্ড বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ করলেও এখনো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে কোনো স্পষ্ট আশ্বাস বা সমাধান মেলেনি।
উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র দলে পাকিস্তান বংশোদ্ভূত চারজন ক্রিকেটার রয়েছেন। ৩৫ বছর বয়সী আলি খান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের হয়ে ১৫টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে দুই সংস্করণ মিলিয়ে তার উইকেট সংখ্যা ৪৯।
করাচিতে জন্ম নেওয়া ৩১ বছর বয়সী শায়ান জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রের হয়ে ৩২টি ওয়ানডেতে ৭৯৫ রান করেছেন, রয়েছে দুটি শতক ও তিনটি অর্ধশতক। টি-টোয়েন্টিতে ১৯ ম্যাচে ৩৭১ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ১৩৪.৪২।
এছাড়া পাকিস্তানের হয়ে আগে তিনটি টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলা এহসান আদিলও এই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক করতে যাচ্ছেন। পেশোয়ারে জন্ম নেওয়া মোহাম্মদ মহসিন, যিনি পিএসএলে পেশোয়ার জালমির হয়ে দুটি ম্যাচ খেলেছেন, তিনিও যুক্তরাষ্ট্র দলে রয়েছেন।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে আলোচনায় আসা যুক্তরাষ্ট্র এবার খেলবে তাদের দ্বিতীয় বিশ্বকাপ। গ্রুপ ‘এ’-তে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত, পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডস।
৭ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে যুক্তরাষ্ট্রের অভিযান। এরপর ১০ ফেব্রুয়ারি পাকিস্তান, ১৩ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস এবং ১৫ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে তারা।