স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
নিরাপত্তাজনিত কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সের পর এক বিবৃতিতে বিষয়টি আবারও স্পষ্ট করেছে বিসিবি।
বিবৃতিতে বলা হয়, ভারতে গিয়ে খেলার বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং বাংলাদেশ দলের ম্যাচগুলো অন্য কোথাও সরিয়ে নেওয়ার অনুরোধ তারা পুনরায় জানিয়েছে।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি। সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে। তবে শুরু থেকেই বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই ম্যাচগুলো ভারতে না খেলার দাবি জানিয়ে আসছেন।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, “আলোচনার সময় বিসিবি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।”
বিসিবি জানায়, আইসিসি ইতোমধ্যে বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানালেও বোর্ডের সিদ্ধান্ত বদলায়নি। তবে সম্ভাব্য সমাধান খুঁজতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। ভিডিও কনফারেন্সে বিসিবির পক্ষে ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
এর আগে সোমবার আইসিসি একটি অভ্যন্তরীণ নিরাপত্তা মূল্যায়ন বিসিবির কাছে পাঠায়। সেখানে বলা হয়, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো নির্দিষ্ট বা বাড়তি নিরাপত্তা হুমকি নেই। কিছু ভেন্যুতে ঝুঁকি ‘কম থেকে মাঝারি’ এবং কোথাও ‘কম থেকে নেই’ যা আইসিসির নিয়মিত শ্রেণিবিন্যাসের মধ্যেই পড়ে।
বাংলাদেশের ভারতে খেলা নিয়ে এই জটিলতা তৈরি হয় আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার পর। এর পেছনে আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি। এরপর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয় এবং বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানায়, তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না।