স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ১১:০৬ এএম
রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ও ক্লাব ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার শাবি আলোনসো বড় প্রত্যাশা নিয়েই কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের সঙ্গে প্রায় অপরাজিত একটি মৌসুম কাটানোর পর রিয়ালে আসায় তাঁকে ঘিরে ছিল ব্যাপক আলোচনা। তবে শেষ পর্যন্ত ব্যর্থতা, ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ হারানো এবং খেলোয়াড়দের সঙ্গে টানাপোড়েনের কারণেই রিয়াল মাদ্রিদ ও আলোনসোর পথ আলাদা হয়েছে।
সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩–২ গোলে হারই শেষ পর্যন্ত আলোনসোর বিদায়ের চূড়ান্ত কারণ হয়ে দাঁড়ায়। ক্লাবের আনুষ্ঠানিক বিবৃতিতে বিদায়কে ‘পারস্পরিক সমঝোতা’ বলা হলেও স্প্যানিশ গণমাধ্যম এএস ও মার্কা জানিয়েছে, হারের ২৪ ঘণ্টার মধ্যেই ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এই সিদ্ধান্ত নেন।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উত্তেজনার একটি দৃশ্যও সামনে আসে। সংবাদমাধ্যমের দাবি, আলোনসো বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দেওয়ার নির্দেশ দিলেও কিলিয়ান এমবাপে ও কয়েকজন সিনিয়র খেলোয়াড় তা উপেক্ষা করে সেখান থেকে সরে যান। এই ঘটনাকে কোচ হিসেবে আলোনসোর কর্তৃত্ব ভেঙে পড়ার স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
এল চিরিঙ্গিতো ও এল পাইসসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, মৌসুমের মাঝামাঝি থেকেই আলোনসো ধীরে ধীরে ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ হারাতে থাকেন। বেশ কয়েকজন খেলোয়াড় তাঁর দল পরিচালনার ধরনে অসন্তুষ্ট ছিলেন। অক্টোবরে একটি ম্যাচে বদলি হওয়ার পর ভিনিসিয়ুস জুনিয়রের সরাসরি ড্রেসিংরুমে চলে যাওয়ার ঘটনাও আলোচনায় আসে। পরে ক্লাবের কাছে দুঃখ প্রকাশ করলেও আলোনসোর কাছে তিনি ক্ষমা চাননি।
ফেদেরিকো ভালভার্দেসহ আরও কিছু সিনিয়র খেলোয়াড় আলোনসোর ঘন ঘন দল পরিবর্তন এবং কড়া কৌশলগত ছকের কারণে বিরক্ত ছিলেন। তাঁদের মতে, এতে রিয়াল মাদ্রিদের স্বাভাবিক আক্রমণাত্মক ও স্বতঃস্ফূর্ত খেলা বাধাগ্রস্ত হচ্ছিল। এ ছাড়া বোর্ডের সঙ্গে সম্পর্ক নিয়েও আলোনসো অসন্তুষ্ট ছিলেন বলে জানা গেছে। গ্রীষ্মকালীন দলবদলে তাঁর পছন্দের খেলোয়াড় মার্টিন সুবিমেন্দিকে দলে না নেওয়ায় মিডফিল্ডে শূন্যতা তৈরি হয়, বিশেষ করে ক্রুস ও মদ্রিচ অবসরের পর।
রিয়াল মাদ্রিদে জাবি আলোনসোর রেকর্ড
রিয়ালের কোচ হিসেবে আলোনসো মোট ৩৪ ম্যাচ পরিচালনা করেন। এর মধ্যে ২৪টি জিতলেও ছয়টি ম্যাচে হার—যা রিয়ালের মানদণ্ডে বেশ বেশি। অক্টোবরে লা লিগায় পাঁচ পয়েন্টে এগিয়ে থাকলেও শীতকাল আসতেই ছন্দপতন ঘটে। বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে পড়ে দল, আর চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের কাছে হার তাঁর ভাবমূর্তিতে আঘাত করে।
এ ছাড়া ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে ৪–০ হার এবং আতলেতিকো মাদ্রিদের কাছে ৫–২ গোলের বড় ব্যবধানে হারও সমর্থকদের মধ্যে অসন্তোষ বাড়ায়।
আলোনসোর বিদায়ের পর দ্রুতই নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়াকে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। কাস্তিয়ার সাবেক এই কোচকে স্প্যানিশ গণমাধ্যমে ‘ক্লাব ম্যান’ হিসেবে দেখা হচ্ছে। ক্লাব কর্তৃপক্ষ আশা করছে, আরবেলোয়া দলে রিয়াল মাদ্রিদের ঐতিহ্য ফিরিয়ে আনবেন এবং তারকাখচিত ড্রেসিংরুম আরও ভালোভাবে সামলাতে পারবেন।