স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ১১:০৪ এএম
রিয়াল মাদ্রিদ সোমবার জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচ জাবি আলোনসোর সঙ্গে তাদের সম্পর্ক শেষ হয়েছে। তাঁর জায়গায় নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক রিয়াল তারকা আলভারো আরবেলোয়া।
বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩–২ গোলে হারের একদিন পরই এই সিদ্ধান্ত নেয় স্প্যানিশ জায়ান্টরা। মাত্র আট মাস আগে দায়িত্ব নেওয়া কোচ আলোনসোর বিদায়ের সঙ্গে সঙ্গেই রিজার্ভ দল কাস্তিয়ার কোচ আরবেলোয়াকে প্রথম দলের দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্লাবের বিবৃতিতে বলা হয়, “ক্লাব ও আলোনসোর মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে প্রথম দলের কোচ হিসেবে তাঁর মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
পরে আরেক বিবৃতিতে জানানো হয়, আলোনসোর স্থলাভিষিক্ত হচ্ছেন আরবেলোয়া। তবে ৪২ বছর বয়সী এই কোচের চুক্তির মেয়াদ কতদিন সে বিষয়ে কিছু জানানো হয়নি।
রিয়াল জানায়, ২০২৫ সালের জুন থেকে কাস্তিয়ার কোচ ছিলেন আরবেলোয়া। ২০২০ সাল থেকে তিনি ক্লাবের একাডেমিতেই কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। আরবেলোয়ার প্রথম ম্যাচ হবে বুধবার কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে, যেখানে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের।
২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৩৮টি ম্যাচ খেলেছেন আরবেলোয়া। এই সময়ে তিনি দুটি চ্যাম্পিয়নস লিগ ও একটি লা লিগাসহ একাধিক শিরোপা জেতেন। জাতীয় দলের হয়ে তিনি ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরো জয়ের স্বাদও পেয়েছেন। ক্লাব ও জাতীয় দলে তিনি আলোনসোর সতীর্থ ছিলেন।
গত জুনে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে রিয়ালের কোচ হন আলোনসো। তবে তাঁর অধীনে দল ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। বর্তমানে লা লিগায় রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে, বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে। রোববার সৌদি আরবে অনুষ্ঠিত সুপার কাপ ফাইনালে হানসি ফ্লিকের বার্সেলোনার কাছে ৩–২ গোলে হারের ম্যাচটিই ছিল আলোনসোর শেষ ম্যাচ।
২০২৫ সালের শেষ দিকে আলোনসোর চাকরি নিয়ে শঙ্কা তৈরি হলেও টানা পাঁচ ম্যাচ জিতে তিনি কিছুটা সময় পেয়েছিলেন। তবে সুপার কাপের হারই শেষ পর্যন্ত তাঁর বিদায় নিশ্চিত করে।
তিন বছরের চুক্তিতে ২০২৮ সালের জুন পর্যন্ত রিয়ালে থাকার কথা ছিল আলোনসোর। কিন্তু জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির কাছে ৪–০ গোলে হারসহ একাধিক হতাশাজনক ফল তাঁর অবস্থান দুর্বল করে দেয়।
অক্টোবরে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারালেও ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আলোনসোর ওপর পুরোপুরি আস্থা রাখতে পারেননি বলে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। চোট সমস্যা, বাজে ফর্ম এবং কিছু খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কের অবনতি- সব মিলিয়ে শেষ পর্যন্ত জেদ্দায় বার্সেলোনার কাছে হারই আলোনসোর অধ্যায়ের ইতি টানে।