images

স্পোর্টস / ক্রিকেট

বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দেয়নি রিয়াল, নেপথ্যে এমবাপে?

স্পোর্টস ডেস্ক

১২ জানুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম শিরোপা জয়ের সুযোগ থাকলেও শাবি আলোনসোর শিষ্যরা তা পারেনি। এদিকে এল ক্লাসিকো হারের পর মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপেকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

রোববারের ফাইনালে ৩-২ গোলে জিতে শিরোপা ধরে রাখে বার্সেলোনা। ম্যাচ শেষে পদক গ্রহণের সময় বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ না দেওয়ার পেছনে এমবাপের ভূমিকা ছিল- এমন অভিযোগ উঠেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম দিওয়ারিও স্পোর্ত ও কাতালুনিয়া রেডিও জানায়, বার্সেলোনার খেলোয়াড়রা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের পদক নিতে যাওয়ার সময় সম্মান জানালেও, এমবাপে সতীর্থদের ইশারায় সেখান থেকে সরে যেতে বলেন। ফলে রিয়ালের পক্ষ থেকে সেই সৌজন্য আর দেখানো হয়নি।

হাঁটুর চোটের কারণে এমবাপের এই টুর্নামেন্টে না খেলার কথা ছিল। তবে তিনি শেষ মুহূর্তে সৌদি আরবে দলের সঙ্গে যোগ দেন এবং ফাইনালে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন। কিন্তু মাঠে নেমে তেমন কোনো প্রভাব রাখতে পারেননি ফরাসি তারকা।

ম্যাচ শেষে হতাশ এমবাপেকে বেশ ক্ষুব্ধই দেখা যায়। টানা তৃতীয়বারের মতো ফাইনালে বার্সেলোনার কাছে হারায় হতাশা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে এই হারের পর চাপে পড়েছেন রিয়াল কোচ জাবি আলোনসোও। যদিও তিনি ম্যাচ শেষে বার্সেলোনার জয়ের গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেন।

আলোনসো বলেন, “আমাদের দ্রুত সামনে তাকাতে হবে। এটা শুধু একটি ম্যাচ, একটি টুর্নামেন্ট। আমাদের খেলা সব প্রতিযোগনার মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। আমাদের খেলোয়াড়দের ফিরিয়ে আনা, মনোবল বাড়ানো এবং সামনে এগিয়ে যাওয়ার দিকেই মনোযোগ দিতে হবে।”