স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম
চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন রিশব পন্ত। এবার আরও এক তারকা ক্রিকেটারকে হারাল স্বাগতিকরা। চোটের কারণে খেলা হচ্ছে না অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই জানায়, রোববার ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বোলিং করার সময় বাঁ পাশের নিচের পাঁজরে হঠাৎ ব্যথা অনুভব করেন সুন্দর। এরপর তাকে পর্যবেক্ষণে রাখা হয় এবং আরও কিছু স্ক্যান করানো হবে। রিপোর্ট পাওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করবে বিসিসিআই মেডিকেল টিম।
সুন্দরের পরিবর্তে দলে ডাক পেয়েছেন আয়ুষ বাদোনি। এটি তার প্রথমবারের মতো ভারতীয় ওয়ানডে দলে ডাক পাওয়া। বিসিসিআই জানিয়েছে, দ্বিতীয় ওয়ানডের আগে রাজকোটে দলের সঙ্গে যোগ দেবেন বাদোনি। এর আগে, ভাদোদরায় সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেওয়া ৩০১ রানের লক্ষ্য ৪৯ ওভারে ছয় উইকেট হাতে রেখে টপকে যায় ভারত। অধিনায়ক শুভমান গিল ও বিরাট কোহলির ব্যাটে ভর করেই এই জয় পায় স্বাগতিকরা।
ইনিংসের শুরুতে দায়িত্বশীল ব্যাটিং করেন গিল। ৭১ বলে ৫৬ রান করেন তিনি, যেখানে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। অন্যদিকে কোহলি খেলেন ম্যাচজয়ী ইনিংস। ৯১ বলে ৯৩ রান করে দলকে জয়ের খুব কাছে পৌঁছে দেন অভিজ্ঞ এই ব্যাটার। ম্যাচ শেষে জয় নিয়ে প্রতিক্রিয়ায় গিল বলেন, “রান তাড়া করতে গিয়ে অবদান রাখতে পারলে সবসময়ই ভালো লাগে। খেলোয়াড়দের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমানেই থাকা, আমি সেটাই করার চেষ্টা করি,”—ইএসপিএনক্রিকইনফোকে বলেন তিনি।
কোহলির প্রশংসা করতেও ভোলেননি ভারত অধিনায়ক। “এই উইকেটে ব্যাটিং শুরু করা সহজ নয়, কিন্তু কোহলি যেভাবে ব্যাটিং করছে, তাতে সবকিছু খুব সহজ মনে হচ্ছে। ও যা করছে, সেটা অনুকরণ করা কঠিন। আশা করি ও আমাদের জন্য নিয়মিত রান করে যাবে,” বলেন গিল।
বোলিং কম্বিনেশন ও দল ঘোরানোর প্রসঙ্গেও কথা বলেন তিনি। “গত সিরিজে অর্শদীপ ভালো করেছে, তখন সিরাজ ছিল না। যেহেতু ওয়ানডে ম্যাচ খুব বেশি নেই, তাই আমরা রোটেশনের দিকেও নজর রাখছি,” ব্যাখ্যা দেন গিল।