স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম
ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব বাংলাদেশে আরও বড় আর্থিক সংকট তৈরি করতে পারে বলে দাবি করা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে এরই মধ্যে বাংলাদেশের কয়েকজন শীর্ষ ক্রিকেটারের স্পনসরশিপ চুক্তি অনিশ্চয়তার মুখে পড়েছে।
ভারতীয় ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসজি বাংলাদেশের শীর্ষ কয়েকজন ক্রিকেটারের স্পনসর। এর মধ্যে বর্তমান অধিনায়ক লিটন দাসও রয়েছেন। তবে ভারত–বাংলাদেশ সম্পর্কের অবনতি হওয়ায় এসজি নাকি এসব ক্রিকেটারের চুক্তি নবায়নের প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে।
এদিকে আরেক ভারতীয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান সারিন স্পোর্টস বাংলাদেশে তাদের পণ্য উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটি আগে বাংলাদেশে তৈরি পোশাক ও ক্রীড়া সামগ্রী সংগ্রহ করত, কিন্তু এখন সে সরবরাহও বন্ধ হয়ে গেছে।
টাইমস অব ইন্ডিয়াকে একটি সূত্র জানিয়েছে, “বাংলাদেশের ক্রিকেটারদের স্পনসরশিপ চুক্তির মেয়াদ শেষ হচ্ছিল। কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ও ক্রিকেটীয় উত্তেজনার কারণে নবায়নের প্রক্রিয়া ধীর হয়ে গেছে।”
আরেকটি সূত্র জানায়, “বাংলাদেশে পরিস্থিতি খারাপ হওয়ার পর গত বছরই সারিন স্পোর্টস চার-পাঁচজন শীর্ষ বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে স্পনসরশিপ চুক্তি বাতিল করেছিল। তবে দুই দেশের সম্পর্কের উন্নতি হলে পরিস্থিতি বদলাতে পারে।”
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু স্পনসরশিপ চুক্তি নয়, গত ছয় মাস ধরে এসজি বাংলাদেশে তাদের ক্রিকেট সরঞ্জাম সরবরাহও বন্ধ রেখেছে। এক সময় বাংলাদেশের কারখানায় তৈরি অনেক ক্রীড়া পোশাক ও সরঞ্জাম ভারতীয় প্রতিষ্ঠানগুলোতে সরবরাহ হতো। কিন্তু গত এক বছর ধরে সেই সরবরাহ ব্যবস্থাও কার্যত বন্ধ হয়ে গেছে।
সব মিলিয়ে ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও সংশ্লিষ্ট খাতে নতুন করে আর্থিক চাপ তৈরি করছে বলেই মনে করা হচ্ছে।