স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম
নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার জিও সুপারকে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
পিসিবির সূত্র অনুযায়ী, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে আনুষ্ঠানিকভাবে আগ্রহের কথা জানিয়েছে পাকিস্তান। সূত্রগুলো বলছে, পাকিস্তানের সব ভেন্যুই বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।
আরও পড়ুন- বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যুর বিষয়ে যা বললেন বিসিসিআই সচিব
এ ছাড়া এর আগে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ও আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বের মতো বড় টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করায় পাকিস্তান এই দায়িত্ব সামলাতে সক্ষম বলেও মনে করছে বোর্ড।
গত ৪ জানুয়ারি নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, তারা ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর ম্যাচগুলো খেলবে না। ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে হঠাৎ করে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পরই এই সিদ্ধান্ত আসে। এরপর বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন করে, যেন তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।
বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলেন, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে। আসিফ নজরুল বলেন, “বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। আজ বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতের ক্রিকেট কর্তৃপক্ষের চরম সাম্প্রদায়িক আচরণের প্রেক্ষাপটে আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
তিনি আরও বলেন, “চুক্তি থাকার পরও যদি একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে পুরো দল সেখানে নিরাপদ বোধ করতে পারে না। তাই আমরা আইসিসির কাছে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ করেছি। বাংলাদেশ ক্রিকেট, এর খেলোয়াড় কিংবা দেশের প্রতি কোনো অপমান আমরা মেনে নেব না।”
এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও জানিয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে এখনো পর্যন্ত বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তন হবে কি না, সে বিষয়ে আইসিসি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
উল্লেখ্য, টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’তে। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে ৯ ও ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে।