স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রোববার বার্সেলোনার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে কিলিয়ান এমবাপের ফিটনেস নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন রিয়াল কোচ জাবি আলোনসো। তিনি বলেছেন, প্রয়োজনে কিছুটা ঝুঁকি নেওয়া হতে পারে, তবে বেপরোয়া কোনো সিদ্ধান্ত নেবে না ক্লাব।
ফরাসি তারকা এমবাপে গত বৃহস্পতিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালে খেলেননি। তবে শুক্রবার সৌদি আরবে দলের সঙ্গে যোগ দেন তিনি। ডিসেম্বরে হাঁটুর চোটে পড়েন এমবাপে, সেরে উঠতে যার জন্য তিন সপ্তাহ সময় লাগার কথা ছিল।
সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, “এটা কোচিং স্টাফ, খেলোয়াড় ও ডাক্তারদের যৌথ সিদ্ধান্ত। আমরা ঝুঁকির মাত্রা বুঝে সিদ্ধান্ত নেব। কিন্তু আমরা বেপরোয়া নই, ঝুঁকি হবে নিয়ন্ত্রিত।”
আলোনসো জানান, রিয়াল বেতিস ও আতলেতিকোর বিপক্ষে ম্যাচ না খেলায় এমবাপের অবস্থা এখন অনেক ভালো। “আজ সে অনুশীলন করবে। এরপরই বোঝা যাবে সে শুরু থেকেই খেলতে পারবে, নাকি সীমিত সময় মাঠে নামবে,” বলেন তিনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ২৯ গোল করা এমবাপে রিয়ালের সেরা গোলদাতা। তাকে নিয়ে ঝুঁকি না নেওয়ার কারণও ব্যাখ্যা করেন আলোনসো।
এই সুপার কাপ জিতলে রিয়ালের কোচ হিসেবে আলোনসোর প্রথম শিরোপা হবে। ২০২৫ সালের শেষ দিকে বাজে পারফরম্যান্সের কারণে তার চাকরি নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে শেষ পাঁচ ম্যাচে জয়ের ধারায় ফিরেছে মাদ্রিদ।
এদিকে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক এমবাপেকে এই মুহূর্তের সেরা স্ট্রাইকার বলে মানলেও আত্মবিশ্বাসী। “এমবাপে বিশ্বমানের খেলোয়াড়। তবে আমরা শুধু একজন খেলোয়াড়কে নয়, পুরো রিয়াল মাদ্রিদকে হিসাব করেই খেলি,” বলেন ফ্লিক।
গত মৌসুমে চারবারের দেখায় রিয়ালকে হারিয়েছিল বার্সেলোনা, যার মধ্যে সুপার কাপ ফাইনালে ৫–২ গোলের জয়ও ছিল। তবে চলতি মৌসুমে একমাত্র লা লিগা ক্লাসিকোয় ২–১ ব্যবধানে জিতেছে রিয়াল। ফ্লিক বলেন, “আমরা জানি এমবাপে কতটা বিপজ্জনক। কিন্তু ম্যাচটা শুধু তাকে ঘিরে নয়, দুই দলের সামগ্রিক কৌশলই এখানে মূল বিষয়।”