স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের দাবিকে নিজেদের এখতিয়ারভুক্ত নয় বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নেবে, এমনই ইঙ্গিত দিয়েছে তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে একাধিকবার আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচগুলো যেন ভারত নয়, শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই দাবি করা হয়েছে। পাশাপাশি বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, এটি এখন ‘জাতীয় মর্যাদার’ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এই অবস্থার সূত্রপাত হয়, কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। ভারতের সেই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার প্রসঙ্গ উঠে আসে। মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেট অঙ্গনে বড় ধরনের বিতর্ক তৈরি হয়।
শুক্রবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স (সিওই)–এর কার্যক্রমসহ বিভিন্ন ক্রিকেট বিষয় নিয়ে বৈঠক করে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস, সহসভাপতি রাজীব শুক্লা এবং সচিব দেবজিৎ সাইকিয়া।
বৈঠক শেষে বাংলাদেশের ভারত সফর না করার দাবির বিষয়ে প্রশ্ন করা হলে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, “আজকের বৈঠক ছিল সেন্টার অব এক্সিলেন্স ও অন্যান্য ক্রিকেট বিষয় নিয়ে। এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।”
এদিকে ভারত সরকার এখনও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার পুরো ঘটনা পর্যবেক্ষণ করছে এবং বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার মনে করছে- ‘বিশ্বকাপ একটি বহুজাতিক টুর্নামেন্ট। অলিম্পিক চার্টার অনুযায়ী ভারত সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানায়। বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে চায় বা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, সেটি পুরোপুরি তাদের নিজস্ব সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্তটা তাদেরকেই নিতে হবে।’