images

স্পোর্টস / ক্রিকেট

বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন গিল

স্পোর্টস ডেস্ক

১০ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ পিএম

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর দলে না থাকা নিয়ে ভারতীয় নির্বাচকদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন শুভমান গিল। সময়ের সঙ্গে তিনি বিষয়টি নিয়ে আরও বাস্তববাদী ও শান্ত দৃষ্টিভঙ্গি নিয়েছেন বলে জানিয়েছেন।

ভারতীয় অধিনায়ক বলেন, একজন ক্রীড়াবিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমানের ওপর মনোযোগ রাখা। মাঠে যখন নিজের মূল কাজ ব্যাটিং বা বোলিং নিয়ে পুরোপুরি মনোযোগ দেওয়া যায়, তখন ভবিষ্যৎ বা অতীত নিয়ে ভাবনা কমে যায়। তাতেই সাফল্যের সম্ভাবনা বাড়ে।

গিল বলেন, “আমার ভাবনা একই আছে। এই মুহূর্তে কী করা দরকার, সেটার ওপর যত বেশি মনোযোগ দেব, তত সহজ হবে জীবন। আর জীবন সহজ হলে মানসিকভাবে শান্ত থাকা যায়।”

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত তিনটি টি–টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে, কিন্তু একটিতেও খেলতে পারেননি শুভমান গিল। সামনে শুরু হতে যাওয়া বিশ্বকাপেও তিনি দলে নেই। এ বিষয়ে তিনি বলেন, “একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলতে না পারাটা খুব হতাশার। বিশ্বাস থাকে, খেললে দেশের জন্য কিছু করে দেখাতে পারব। তবু নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান করি। টি–টোয়েন্টি দলকে শুভকামনা জানাই এবং আশা করি তারা বিশ্বকাপ জিতবে।”

এদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবেও সাম্প্রতিক সময়ে ভালো ফল পায়নি ভারত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারতে হয়েছে। এ প্রসঙ্গে গিল মনে করেন, টেস্ট সিরিজের আগে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দরকার। তিনি বলেন, “ক্যালেন্ডারটা একটু ঢিলেঢালা হলে ভালো হয়। আগে দেখা যেত, এক দেশ থেকে ফিরে চতুর্থ দিনেই ম্যাচ খেলতে হতো না। দশম বা দ্বাদশ দিনে ম্যাচ হলে খেলোয়াড়দের প্রস্তুতির সুযোগ পাওয়া যায়।”

গিলের মতে, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে চার দিনের মধ্যে ম্যাচ খেলা সহজ নয়, বিশেষ করে লম্বা সফরে। সাদা বলের ক্রিকেট থেকে লাল বলের ক্রিকেটে বদলানোর সময় প্রস্তুতি খুব জরুরি। তিনি বলেন, “বিশ্বের যেকোনো জায়গায় টেস্ট জিততে হলে ভালো প্রস্তুতি দরকার। সামনে যেন লাল বলের সিরিজের আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় পাওয়া যায়, সেটাই আমাদের লক্ষ্য।”