images

স্পোর্টস / ক্রিকেট

আপনারাও বোঝেন যে আমরা অভিনয় করছি, এটা সহজ নয়: শান্ত

স্পোর্টস ডেস্ক

১০ জানুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত দেশের ক্রিকেটাঙ্গণ। মূল ইস্যু মুস্তাফিজুর রহমানকে নিয়ে হলেও আরও বেসশ কিছু বিষয়ই আছে। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেই একটা তোলপাড় চলছে। ফিজকে অন্যায়ভাবে খেলতে না দেওয়ায় বিসিবি এবং বাংলাদেশ সরকার বেশ কিছু পদক্ষেপই নিয়েছে। এদিকে একই ইস্যুতে নিজের মতামত জানিয়ে আলোচনার মাঠ আরও সরগরম করে তুলেছেন তামিম ইকবাল। 

মুস্তাফিজ ইস্যুতে নিজের মতামত জানানোর পর তামিমকে ভারতীয় দালাল হিসেবে আখ্যায়িত করেছেন বিসিবির এক বোর্ড পরিচালক। জাতীয় দলের সাবেক অধিনায়ককে এমন ভাষায় সমালোচনা করায় জাতীয় দলের ক্রিকেটাররা প্রতিবাদ জানাচ্ছেন। সব মিলিয়ে দেশের ক্রিকেটের নানা বিষয় নিয়ে চারিদিকে চলছে সমালোচনা। এদিকে আগামী মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে চলছে। 

বিশ্বকাপের আগে এসব বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার প্রভাব কি ক্রিকেটারদের উপরও পড়ে। এমন প্রশ্নের জবাবে ইতিবাচক জবাবই দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক অধিনায়ক জানিয়েছে, এসব সমালোচনার প্রভাবে তারা ক্লান্ত। 

গতকাল বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে শান্ত সোজাসাপটা ভাষায় বলেছেন, ‘প্রথমত, আপনারা যদি বিশ্বকাপের ফলাফল দেখেন, আমরা কখনোই ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে পারিনি। গত বছর আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম, কিন্তু আরও ভালো করার সুযোগ ছিল। কিন্তু আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।’

গত কয়েকটি বিশ্বকাপের আগে আগে এমন বিতর্কিত কিছু হয় জানিয়ে শান্ত বলেন, ‘আপনি দেখবেন, প্রতি বিশ্বকাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। সুতরাং, একজন খেলোয়াড় হিসেবে বলতে পারি, দুই-তিনটা বিশ্বকাপ যাই খেলেছি আল্লাহর রহমতে, এই জিনিসগুলোর (বিতর্কের) প্রভাব পড়ে।’

তিনি আরও বলেন, ‘এখন আমরা এমন অভিনয় করি যে, “না, আমাদের কিছুই হয় না”- আমরা পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। তো এটা আপনারাও বোঝেন যে, আমরা অভিনয় করছি। এটা সহজ নয়।’

এসব হওয়া উচিত নয় জানিয়ে শান্ত বলেন, এরপরও খেলোয়াড়রা চেষ্টা করে, এসব দূরে রেখে দলের জন্য পারফর্ম করতে। কিন্তু এই জিনিসগুলো না ঘটলেই ভালো হতো। কিন্তু আমি বলব যে, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এটা কীভাবে হয়ে গেছে, আমি বিস্তারিত জানি না। কিন্তু যেটা হচ্ছে, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি বা পারব, কীভাবে নিয়ন্ত্রণ করা যেত- এ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। তবুও আমি বলব, তারপরও ওই অভিনয় করে হলেও মন-মানসিকতাটা নিয়ে বিশ্বকাপে যদি আমরা যাই, যেখানেই খেলি না কেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত দলের জন্য সেরাটা দেওয়া।’