স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম
ফুটবল দুনিয়াকে চমকে দিয়ে রিয়াল মাদ্রিদের তরুণ ফুটবলারকে বিশ্বের সেরা মিডফিল্ডার বলে মন্তব্য করেছেন নেইমার। এক ইউটিউবারের সঙ্গে আলাপে তরুণ সেই ফুটবলারের প্রশংসা করেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।
ব্রাজিলিয়ান সিরি আ-তে সান্তোসের একটি ম্যাচ দেখতে তুর্কি ইউটিউবার আয়কান ইয়ানাচকে আমন্ত্রণ জানান নেইমার। ম্যাচ শেষে কথা বলার সময় নেইমারের কাছে জানতে চাওয়া হয় তিনি আরদা গুলার বা জুভেন্টাসের কেনান ইয়িলদিজকে চেনেন কি না। তখনই সবাইকে অবাক করে দিয়ে গুলারের নাম করেন নেইমার।
তিনি বলেন, “আরদা গুলার অসাধারণ একজন খেলোয়াড়। তার মধ্যে দারুণ গুণ আছে। আমার মতে, এই মুহূর্তে সে বিশ্বের সেরা মিডফিল্ডার।”
এর আগে রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোও গুলারের প্রশংসা করেছিলেন। চলতি মৌসুমে তিনি বলেছিলেন, গুলার মূলত মেসুত ওজিল ও গুতির মিশ্রণ। ২০২৫ সালের অক্টোবরে আলোনসো বলেন, “শুধু তার জন্মগত পরিচয়ের কারণে নয়, বরং তার গুণের কারণেই সে আলাদা। গুলারের মধ্যে ওজিল আর গুতির মিল আছে। আমরা যত বেশি ওকে খেলায় পাই, ততই ভালো করি।”
চলতি লা লিগা মৌসুমে ১১৬১ মিনিট খেলেছেন আরদা গুলার। করেছেন তিন গোল, করিয়েছেন ছয়টি। চ্যাম্পিয়নস লিগে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই শুরুর একাদশে ছিলেন তিনি, যদিও এখনো গোলের দেখা পাননি।
এদিকে সান্তোসের সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়িয়েছেন নেইমার। ২০২৫ মৌসুমের শুরুতে ছয় মাসের চুক্তিতে ক্লাবটিতে ফিরেছিলেন তিনি। তখন অবনমন শঙ্কায় ছিল সান্তোস। ৩৪ ম্যাচে ১১ গোল করে দলকে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রাখেন নেইমার।
২০২৬ মৌসুমের জন্য নতুন চুক্তি সই করে নেইমার বলেন, “২০২৫ সালটা আমার জন্য ছিল বিশেষ ও চ্যালেঞ্জিং। সান্তোসই আমার ঘর। এখানেই আমি নিরাপদ ও সুখী। তোমাদের সঙ্গেই আমি বাকি স্বপ্নগুলো পূরণ করতে চাই।” তবে বাম হাঁটুতে ছোট একটি অস্ত্রোপচারের কারণে ২০২৬ মৌসুমের শুরুটা মিস করবেন নেইমার।