images

স্পোর্টস / ক্রিকেট

তামিমকে উদ্দেশ্য করে আবারও বিস্ফোরক স্ট্যাটাস বিসিবির সেই পরিচালকের

স্পোর্টস ডেস্ক

০৯ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ পিএম

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটাঙ্গনে যে উত্তেজনা শুরু হয়েছে, তা এখন আরও তীব্র আকার ধারণ করেছে। এই বিতর্কের মাঝে বিসিবির এক পরিচালকের ফেসবুক পোস্ট নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে। 

সবকিছু শুরু হয় মুস্তাফিজকে নিয়ে। গত আইপিএল মিনি-নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ টাকায় কিনেছিল। কিন্তু ভারতের কিছু কট্টর গোষ্ঠীর চাপে বিসিসিআই নির্দেশ দেয় তাকে দল থেকে বাদ দিতে। এরপর থেকেই বাংলাদেশে ক্ষোভের সঞ্চার হয়। এটা শুধু ক্রিকেটের ব্যাপার নয়, এতে খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নও উঠে এসেছে।

এই পরিস্থিতিতে বিসিবি সিদ্ধান্ত নেয় যে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশের ম্যাচগুলো ভারতে না খেলে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া উচিত। সরকারের ক্রীড়া উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাও এই অবস্থানকে সমর্থন করেছেন। বিসিবি এই বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা শুরু করেছে।

এই পুরো ঘটনার মাঝে সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক অনুষ্ঠানে বলেন, বিসিবির আয়ের বড় অংশ আসে আইসিসি থেকে। তাই বিশ্বকাপ খেলা বা না খেলার সিদ্ধান্ত নেওয়ার আগে দীর্ঘমেয়াদি প্রভাব ভাবতে হবে। তিনি পরামর্শ দেন, প্রকাশ্যে বিভিন্ন কথা না বলে বোর্ডের ভেতরে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত।

কিন্তু তামিমের এই কথা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পছন্দ হয়নি। তিনি ফেসবুকে তামিমের কথার একটা ফটোকার্ড শেয়ার করে লেখেন, “এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।”

এই কথায় ক্রিকেটপাড়ায় ঝড় ওঠে। অনেকে তীব্র সমালোচনা করেন। পরে নাজমুল পোস্টটি মুছে ফেলেন। কিন্তু স্ক্রিনশট ইতিমধ্যে ছড়িয়ে পড়ে।

পরের দিন আরেকটা পোস্টে নাজমুল বলেন, 'মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ দল ভারতে নিরাপত্তা ঝুঁকিতে আছে। সরকারের উচ্চপদস্থরা বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর কথা বলেছেন। এমন পরিস্থিতিতে ১৫ হাজার রান করা এক কিংবদন্তি ক্রিকেটার ভারতের পক্ষে কথা বলেছেন। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, অন্যভাবে না নেওয়ার অনুরোধ করেন।'

এই ঘটনায় অনেক ক্রিকেটার প্রতিবাদ করেছেন। মুমিনুল হক, তাসকিন আহমেদ, তাইজুল ইসলামসহ অনেকে বলেছেন, তামিমের প্রতি এমন মন্তব্য মেনে নেওয়া যায় না।