স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার সম্প্রতি ভারত-পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বিতা নিয়ে খোলাখুলি অসন্তোষ প্রকাশ করেছেন। এশিয়া কাপ ২০২৫-এ ভারতের ট্রফি গ্রহণ না করার ঘটনাকে তিনি ‘মাত্রাতিরিক্ত’ বলে সমালোচনা করায় নেট দুনিয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকে আশঙ্কা করছেন, এ মন্তব্যের জেরে আগামী আইপিএল ২০২৬-এ গুজরাট টাইটান্সের হয়ে খেলা নিয়ে তার অসুবিধা হতে পারে। এমনটায় জনায় টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।
গ্রেস হেইডেনের জনপ্রিয় পডকাস্ট ‘গেম অন উইথ গ্রেস’-এ কথা বলতে গিয়ে ৩৪ বছর বয়সী হোল্ডার বলেন, “আমি ভারত-পাকিস্তানের এই ‘বিফ’ পছন্দ করি না। এটা ক্রিকেটের অনেক বাইরে চলে গেছে, যা সত্যিই দুঃখজনক। এশিয়া কাপ জিতে ভারতের ট্রফি নিতে না যাওয়াটা ছিল অত্যধিক। এসব আমাদের খেলায় মানায় না। ক্রিকেটাররা তো বিশ্বদূতের মতো। আমরা যদি বিশ্বশান্তির কথা বলি, তাহলে এমন আচরণ দেখতে চাই না।”
হোল্ডারের মতে, ভারত ও পাকিস্তান দুটি শক্তিশালী ক্রিকেট দেশ। তারা যদি মাঠে ঐক্য দেখাতে পারে, তাহলে ক্রিকেটের বাইরেও বড় ইতিবাচক বার্তা যাবে। তিনি যোগ করেন, “হাত মেলানো বা পারস্পরিক সম্মান দেখানোর মতো ছোট উদ্যোগই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। পরিবর্তন শুরু হতে হবে এই প্রভাবশালী দেশগুলো থেকেই।”
এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও ভারতীয় দল ট্রফি গ্রহণ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির কাছ থেকে। এ ঘটনা তখনই বিতর্ক সৃষ্টি করেছিল এবং এখন হোল্ডারের মন্তব্যে আবার সামনে এসেছে।
হোল্ডারের এই স্পষ্ট কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। গুজরাট টাইটান্সের এই অলরাউন্ডারকে নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করছেন যে, আইপিএল ২০২৬-এ তার খেলা নিয়ে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে অস্বস্তি হতে পারে। কেউ কেউ তো বলছেন, তাকে বাদ দিয়ে বিকল্প খুঁজতে পারে দল।
উল্লেখ্য, ২০২৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইপিএল নিলামে প্রায় ৭ কোটি রুপিতে গুজরাট টাইটান্স তাকে দলে নেয়। আগামী মার্চে শুরু হতে যাওয়া আইপিএলের ১৯তম আসরে তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখা হচ্ছিল। এখন তার এ মন্তব্যের পর কী হয়, সেটাই দেখার বিষয়।