স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৬, ১১:০৮ এএম
একের পর এক চোটে ভুগলেও ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন ছাড়ছেন না নেইমার। সেই লক্ষ্য সামনে রেখে শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি। ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার নতুন চুক্তি চলবে ২০২৬ সালের শেষ পর্যন্ত।
নেইমারের আগের চুক্তির মেয়াদ গত ডিসেম্বরেই শেষ হয়ে গিয়েছিল। চাইলে অন্য কোনো ক্লাবে যেতে পারতেন তিনি। কিন্তু জাতীয় দলে ফেরার জন্য পুরোপুরি ফিট হওয়ার লক্ষ্য নিয়ে নিজের ঘরের ক্লাব সান্তোসেই থাকার সিদ্ধান্ত নেন নেইমার।
চুক্তি নবায়নের পর নেইমার বলেন, “সান্তোস আমার ঘর, আমার নিজের জায়গা। এখনো যেসব স্বপ্ন পূরণ হয়নি, সেগুলো আপনাদের সঙ্গেই অর্জন করতে চাই।”
২০২৫ সালের শুরুতে সান্তোসে ফিরে এলেও চোটের কারণে নিয়মিত খেলতে পারেননি নেইমার। তবুও গত মৌসুমে ব্রাজিলের শীর্ষ লিগে সান্তোসকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
মৌসুম শেষ হওয়ার পর গত মাসে হাঁটুতে অস্ত্রোপচার করান নেইমার। এখন ব্রাজিলের পোষ্টার বয়ের বড় চ্যালেঞ্জ- আগামী মার্চের মধ্যে নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করা। কারণ, ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে তখনই তাকে মাঠে নিজের সেরাটা দেখাতে হবে।