images

স্পোর্টস / ক্রিকেট

বিশ্বকাপ খেলতে ভারতের ভিসা জটিলতায় পাঁচ দেশ, চিঠি আইসিসিকে

স্পোর্টস ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ঘিরে নতুন এক জটিলতা দেখা দিয়েছে। এবারের ২০ দলের টুর্নামেন্টে অংশ নেওয়া কয়েকটি দলের পাকিস্তানি বংশোদ্ভূত বা পাকিস্তানি পাসপোর্টধারী ক্রিকেটাররা ভারতে প্রবেশের জন্য ভিসা পেতে বিলম্বের সম্মুখীন হচ্ছেন। এতে বিপাকে পড়েছে আইসিসি।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো অন্তত পাঁচটি দলের ক্রিকেট বোর্ড এই সমস্যা সমাধানে আইসিসিকে চিঠি দিয়েছে। কিছু রিপোর্টে নেদারল্যান্ডসের নামও উঠে এসেছে। এই দলগুলোতে পাকিস্তানি বংশোদ্ভূত বা পাকিস্তানে জন্মগ্রহণকারী অনেক ক্রিকেটার খেলেন, যারা অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন। কিন্তু ভারতের কঠোর ভিসা নীতির কারণে তাদের ভিসা প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে এমন সমস্যা নতুন নয়। আগেও পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়রা ভারতে খেলতে গিয়ে ভিসা জটিলতায় পড়েছেন। এবার টুর্নামেন্টের মাত্র এক মাস আগে এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। আক্রান্ত দলগুলোর বোর্ড আইসিসি ও বিসিসিআই-কে চিঠি দিলেও এখনো কোনো সাড়া মেলেনি। ফলে তারা সম্মিলিতভাবে আবার চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

বিশেষ করে ইউরোপের দেশ ইতালির মতো দল প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে এই ঝামেলায় পড়েছে। ইতালির দলে অনেক ক্রিকেটারই দক্ষিণ এশিয়া থেকে আসা অভিবাসী, যাদের মধ্যে পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়ও আছেন। একই সমস্যা যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও আমিরাতের দলেও।

এদিকে, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ নিয়েও আইসিসি বিপাকে রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে, কিন্তু আইসিসি তা প্রত্যাখ্যান করেছে।