স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৬, ০৯:২০ এএম
দাপুটে পারফরম্যান্সে আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় বুধবার রাতে অনুষ্ঠিত সেমি-ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় হান্সি ফ্লিকের দল।
প্রথমার্ধেই ম্যাচ কার্যত শেষ করে দেয় বার্সেলোনা। মাত্র ১৬ মিনিটের মধ্যে চারটি গোল করে তারা। বিরতির পর আসে আরও একটি গোল। রাফিনিয়া ছিলেন ম্যাচের সেরা। তিনি করেন জোড়া গোল। বাকি তিনটি গোল করেন ফেররান তরেস, ফের্মিন লোপেস ও রুনি বার্দগি।
ম্যাচে বল দখলে স্পষ্ট আধিপত্য দেখায় বার্সেলোনা। প্রায় ৮০ শতাংশ সময় বল ছিল তাদের কাছে। তারা নেয় ১৩টি শট, যার ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বিলবাও নেয় ৯টি শট, লক্ষ্যে ছিল ৩টি। এই ম্যাচে লামিনে ইয়ামাল ও রবের্ত লেভানদোভস্কিকে বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ হান্সি ফ্লিক।
২১তম মিনিটে ফেররান তরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ৩০ মিনিটে ফের্মিন লোপেস, ৩৪ মিনিটে রুনি বার্দগি এবং ৩৮ মিনিটে রাফিনিয়া গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা।
দ্বিতীয়ার্ধে ৫২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। এরপর আর কোনো গোল না হলেও ম্যাচে আধিপত্য বজায় রাখে বার্সেলোনা। এই জয়ে স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে প্রথম দল হিসেবে সেমি-ফাইনালের প্রথমার্ধেই চার গোল করার কীর্তি গড়ল বার্সেলোনা।
একই মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। আগামী রোববার অনুষ্ঠিত হবে ফাইনাল।