images

স্পোর্টস / ক্রিকেট

বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ

স্পোর্টস ডেস্ক

০৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে পর্তুগিজ কোচ রুবেন আমোরিমকে। আজ (৫ জানুয়ারি ২০২৬) সকালে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা তাৎক্ষণিক কার্যকর হয়েছে। ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের চরম অবনতি এবং সাম্প্রতিক প্রকাশ্য সমালোচনাই তার বিদায়ের প্রধান কারণ।

৪০ বছর বয়সী আমোরিম ২০২৪ সালের নভেম্বরে ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন। মাত্র ১৪ মাসের মেয়াদে দলের পারফরম্যান্স মাঠে-মাঠের বাইরে দুই জায়গাতেই হতাশাজনক ছিল। তার অধীনে দল ধারাবাহিকতা হারিয়েছে, ফলাফলও খারাপ হয়েছে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৫তম স্থানে শেষ করেছে ইউনাইটেড, যা ক্লাবের ইতিহাসে অন্যতম খারাপ।

পরিসংখ্যানে দেখা যায়, আমোরিমের অধীনে ৬৩ ম্যাচে মাত্র ২৪টিতে জয় পেয়েছে দল। জয়ের হার প্রায় ৩৮ শতাংশ। এটি ইউনাইটেডের ইতিহাসে দুর্বল রেকর্ডগুলোর একটি।

সবচেয়ে বড় সমস্যা হয়েছে ক্লাব বোর্ড ও উচ্চপদস্থ কর্মকর্তাদের (বিশেষ করে ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্স এবং সিইও ওমর বেরাদা) সঙ্গে মতপার্থক্য। ট্রান্সফার নীতি, দল পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিরোধ চরমে পৌঁছে। রোববার লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর আমোরিমের প্রকাশ্য মন্তব্য (তিনি নিজেকে 'ম্যানেজার' বলে দাবি করেন, 'কোচ' নয়) পরিস্থিতি আরও জটিল করে তোলে। সেই ম্যাচই হয় তার শেষ ম্যাচ।

চলতি মৌসুমে ২০ ম্যাচ শেষে ইউনাইটেড লিগে ষষ্ঠ স্থানে আছে। শীর্ষ চারে ওঠার লক্ষ্য নিয়ে মৌসুম শুরু হয়েছিল, কিন্তু এখন সেই স্বপ্ন দূরের।

ক্লাবের সাবেক মিডফিল্ডার এবং বর্তমান অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচার দায়িত্ব নেবেন অন্তর্বর্তীকালীনভাবে। আগামী বুধবার বার্নলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে তার অধীনে মাঠে নামবে দল। স্থায়ী কোচ নিয়োগ সম্ভবত গ্রীষ্মকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যমগুলো।