স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম
নিরাপত্তার উদ্বেগ তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে, তারা ভারতে গিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ খেলতে পারবে না। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। টুর্নামেন্ট শুরু হতে মাত্র এক মাস বাকি ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ মার্চ ফাইনাল পর্যন্ত চলবে এই ২০ দলের মহাযজ্ঞ।
সম্প্রতি দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা ঘটে আইপিএল ২০২৬-এ। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নিলামে ৯.২০ কোটি রুপিতে কিনে নেয় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে কেকেআর তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এর পেছনে ছিল কিছু রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপ।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিসিবি জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে, একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পুরো দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে? ফলে তারা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে।
গ্রুপ সি-তে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। মূল সূচি অনুযায়ী- ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ (ইডেন গার্ডেনস, কলকাতা), পরের দুটি ম্যাচও কলকাতায়, শেষ ম্যাচ বাংলাদেশ বনাম নেপাল (ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই)। সব ম্যাচই ভারতে নির্ধারিত। এখন এই সব ম্যাচই শ্রীলঙ্কায় সরে যেতে পারে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানাচ্ছে এনডিটিভি, হিন্দুস্তান টাইমসহ অন্যান্য গণমাধ্যম। পাকিস্তানের সব ম্যাচ আগে থেকেই শ্রীলঙ্কায় রাখা হয়েছে দুই দেশের টানাপোড়েনের কারণে।
টুর্নামেন্টের সূচি, টিকিট বিক্রি, সম্প্রচার ও লজিস্টিকস সবই প্রায় চূড়ান্ত। এত কম সময়ে পরিবর্তন করা খুব কঠিন। তবে আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যদি ম্যাচ সরানো হয়, তাহলে এটি হবে আরেকটি 'হাইব্রিড মডেল'-এর উদাহরণ।
এর মধ্যেই বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। লিটন দাস অধিনায়ক, মুস্তাফিজুর রহমানও দলে আছেন। দল প্রস্তুত, কিন্তু ভারতে যাওয়ার ব্যাপারে অনিচ্ছা স্পষ্ট। ক্রিকেটের মাঠে রাজনীতির ছায়া পড়ায় ভক্তরা হতাশ। আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার।