স্পোর্টস ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৬, ১২:১৫ এএম
ভারতকে ঘিরে সাম্প্রতিক নানা ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবস্থান নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে স্পষ্ট নিশ্চয়তা পেতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
আগামী মাসেই মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈশ্বিক আসরে বাংলাদেশের গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি নির্ধারিত আছে কলকাতায়, আর একটি মুম্বাইয়ে।
তবে সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি দুই দেশের সম্পর্ক ও নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে। এই বাস্তবতায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি।
শনিবার রাতে অনুষ্ঠিত বোর্ড সভায় উপস্থিত ১৭ জন পরিচালক সর্বসম্মতভাবে আইসিসিকে চিঠি পাঠানোর বিষয়ে একমত হন। জানা যায়, চিঠিটি মূলত আইসিসির নিরাপত্তা ইউনিটের উদ্দেশে পাঠানো হবে। এবং চিঠিতে বিসিবি তিনটি বিষয়ে স্পষ্ট অবস্থান জানতে চাইবে।
প্রথমত, বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে—তার বিস্তারিত ব্যাখ্যা।
দ্বিতীয়ত, মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনাটি কীভাবে ঘটল এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর না ঘটে, সে জন্য কী পদক্ষেপ নেওয়া হবে। তা পরিষ্কার করতে বলা হবে।
তৃতীয়ত, খেলোয়াড়দের পাশাপাশি দলের সঙ্গে থাকা বোর্ড কর্মকর্তা, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা নিয়েও আইসিসির অবস্থান জানতে চাওয়া হবে।