স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়েই ক্রিকেটে পরিচিতি পান মুনিম শাহরিয়ার। বিপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে খুব দ্রুত জাতীয় দলে সুযোগও পেয়েছিলেন তিনি। শুরুটা ছিল স্বপ্নের মতো। তবে সেই স্বপ্ন বেশি দিন স্থায়ী হয়নি।
জাতীয় দলে জায়গা হারানোর পর ধীরে ধীরে আড়ালে চলে যান মুনিম। বিপিএলেও নিয়মিত দলে সুযোগ পাচ্ছিলেন না। চলতি বিপিএল শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে নতুন করে দল পেলেন তিনি।
হ্যাটট্রিক তিন ম্যাচ হেরে বিপাকে পড়া নোয়াখালী এক্সপ্রেস সরাসরি চুক্তিতে দলে নিয়েছে মুনিম শাহরিয়ারকে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি টপ অর্ডারে শক্তি বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় দলে মুনিমের ক্যারিয়ার ছিল খুবই ছোট। মাত্র পাঁচ মাসে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। এই পাঁচ ম্যাচে তার রান ছিল মোটে ৩৪। সর্বোচ্চ ইনিংস ১৭ রান। ব্যাটিং গড় ছিল ৬.৮০ এবং স্ট্রাইক রেট মাত্র ৭২.৩৪।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে মুনিম এখন পর্যন্ত খেলেছেন ৩৪টি ম্যাচ। এর মধ্যে ৩২ ইনিংসে তিনি করেছেন ৬৬২ রান। একটি অপরাজিত ৯২ রানের ইনিংসসহ তার ঝুলিতে আছে চারটি ফিফটি। টি-টোয়েন্টিতে তার ব্যাটিং গড় ২১.৩৫ এবং স্ট্রাইক রেট প্রায় ১২৭।
বর্তমানে নোয়াখালী এক্সপ্রেসের টপ অর্ডারে খেলছেন হাবিবুর রহমান সোহান ও মাজ সাদাকাতরা। এই ব্যাটিং লাইনআপে মুনিম দলের জন্য নতুন আশা হয়ে উঠতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।