স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম
২০২৬ সালে বেশ ব্যস্ত সময় পার করবে বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি বছরের সূচি ঘোষণা করেছে। পুরো বছরজুড়ে ঘরের মাঠে একাধিক আন্তর্জাতিক সিরিজ খেলবে টাইগাররা, যার মধ্যে রয়েছে ২০২৫ সালে পিছিয়ে যাওয়া ভারতের বাংলাদেশ সফরও।
নতুন সূচি অনুযায়ী, মার্চ থেকে নভেম্বর পর্যন্ত প্রায় টানা আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশে। এই সময়ে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।
সবচেয়ে আলোচিত সূচি ভারতের বাংলাদেশ সফর। ২০২৫ সালে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত, যা ঘরের মাঠের মৌসুমের অন্যতম আকর্ষণ হয়ে থাকবে।
ঘরের মাঠে এ মৌসুম শুরু হবে মার্চে, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। এরপর এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড, যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে।
মে মাসেই পাকিস্তান আবার ফিরবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে, যা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। জুনে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি নিয়ে সীমিত ওভারের সিরিজ খেলতে। অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক হোম মৌসুম শেষ হবে। এটিও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
সিনিয়র দলের পাশাপাশি, মে মাসে শ্রীলঙ্কা ‘এ’ দলও বাংলাদেশ সফর করবে। তারা দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে, যা দেশের উদীয়মান ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বিসিবি। ভারতের সফর পেছানোর নির্দিষ্ট কারণ জানায়নি বিসিবি, তবে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, আইসিসি ও সংশ্লিষ্ট বোর্ডগুলোর সঙ্গে সমন্বয় করেই চূড়ান্ত করা হয়েছে ২০২৬ সালের এই সূচি।
বাংলাদেশের ২০২৬ সালের হোম সূচি (সংক্ষেপে):
পাকিস্তান (ওয়ানডে) — মার্চ
নিউজিল্যান্ড (ওয়ানডে ও টি-টোয়েন্টি) — এপ্রিল–মে
পাকিস্তান (টেস্ট, ডব্লিউটিসি) — মে
অস্ট্রেলিয়া (ওয়ানডে ও টি-টোয়েন্টি) — জুন
ভারত (ওয়ানডে ও টি-টোয়েন্টি) — আগস্ট–সেপ্টেম্বর
ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট, ডব্লিউটিসি) — অক্টোবর–নভেম্বর