স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম
জম্মুতে একটি সাধারণ স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট হঠাৎই হয়ে উঠেছে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। এক ক্রিকেটারের হেলমেটে ফিলিস্তিনের পতাকার স্টিকার দেখে সামাজিক যোগাযোগ মধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিও। এরপরই নড়েচড়ে বসে জম্মু-কাশ্মীর পুলিশ। তলব করা হয় ওই ক্রিকেটার এবং টুর্নামেন্ট আয়োজককে।
ঘটনাটি ঘটে ৩১ ডিসেম্বর ২০২৫ (বুধবার) বা ১ জানুয়ারি ২০২৬-এর কাছাকাছি, জম্মু অ্যান্ড কাশ্মীর চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচে। JK11 Kings দলের হয়ে খেলতে নেমে ব্যাটিং করছিলেন পুলওয়ামার বাসিন্দা ফুরকান উল হক ভাট (যাকে ফুরকান ভাট নামেও উল্লেখ করা হয়)। তাঁর হেলমেটের সামনে স্পষ্ট দেখা যায় ফিলিস্তিনের পতাকার লোগো বা স্টিকার। প্রতিপক্ষ দল ছিল Jammu Trailblazers।
ভিডিও ভাইরাল হতেই পুলিশ তৎপর হয়। ফুরকান ভাট এবং টুর্নামেন্ট আয়োজককে (কোথাও জাহিদ ভাট বা সাজিদ ভাট নাম উল্লেখ) ডোমানা পুলিশ স্টেশনে তলব করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশের বক্তব্য, পতাকা প্রদর্শনের অনুমতি নেওয়া হয়েছিল কি না, উদ্দেশ্য কী ছিল, এবং এর পেছনে কোনো গভীর পরিকল্পনা আছে কি না। এসব যাচাই করা হচ্ছে। ১৪ দিনের প্রাথমিক তদন্ত চলছে। এখনও কোনো শাস্তি বা এফআইআর হয়নি।
এই লিগটি পুরোপুরি বেসরকারি উদ্যোগে চলা স্থানীয় টুর্নামেন্ট। জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বিসিসিআই বা অন্য কোনো অফিসিয়াল কর্তৃপক্ষের স্বীকৃতিও নেই।
ভারতে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন নিয়ে আগেও বিতর্ক হয়েছে। ২০২৫-এর জুলাইয়ে উত্তর প্রদেশে অনুরূপ ঘটনায় আটক হয়েছিল কয়েকজন। এবারের ঘটনা আবার উস্কে দিয়েছে রাজনৈতিক-সামাজিক আলোচনা। বিজিপির কয়েকজন নেতা কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন।