স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম
বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন ঠিকানায় পা রাখলেন ব্রাজিলিয়ান ফুটবল প্রতিভা এনদ্রিক। নিয়মিত খেলার সুযোগের আশায় রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ১৯ বছর বয়সেই ধারে ফরাসি ক্লাব লিওঁতে যোগ দিয়েছেন তিনি। ফ্রান্সের শীতকালীন ট্রান্সফার উইন্ডোর অন্যতম আলোচিত চুক্তি এটি।
লিওঁ ক্লাব একটি বিশেষ ভিডিও প্রকাশের মাধ্যমে এনদ্রিকের আগমন নিশ্চিত করে। ভিডিওতে দেখা যায়, তিনি মেডিকেল পরীক্ষা দিচ্ছেন, ক্লাবের অনুশীলন কেন্দ্র ঘুরে দেখছেন এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। সমর্থকদের মন জেতার জন্য কয়েকটি ফরাসি শব্দ বলতেও দেখা যায় তাকে।
ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর ম্যাথু লুই-জাঁয়ের সঙ্গে প্রথম সাক্ষাতে এনদ্রিক বলেন, “আমি ট্রেনিং আর ম্যাচ খেলতে খুবই মুখিয়ে আছি। এখানে এসে সত্যিই অনেক ভালো লাগছে।”
নতুন শহর ও ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন এই তরুণ ফরোয়ার্ড। বাড়ি ও পরিবেশ কেমন লাগছে, এমন প্রশ্নে হেসে তিনি বলেন, “আমার স্ত্রী খুশি, তাই আমিও খুশি।”
ভিডিওতে একটি মজার মুহূর্তও উঠে আসে। এনদ্রিক জানান, রিয়াল মাদ্রিদের সতীর্থ এদুয়ার্দু কামাভিঙ্গা তাকে লিওঁর চিরপ্রতিদ্বন্দ্বী সাঁত-এতিয়েনের কথা মনে করিয়ে দিয়েছেন। কামাভিঙ্গার বার্তায় লেখা ছিল, “ভাই, মনে রেখো সাঁত-এতিয়েন লিওঁর চিরপ্রতিদ্বন্দ্বী। তাই কখনো সবুজ রঙের কিছু পরবে না।”
রিয়াল মাদ্রিদে সময়টা এনদ্রিকের জন্য সহজ ছিল না। কোচ কার্লো আনচেলত্তি ও পরে জাবি আলোনসোর অধীনে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। দীর্ঘ অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, চলতি মৌসুমের জুন পর্যন্ত ধারে লিওঁতে খেলবেন তিনি।
এই দলবদলের মূল কারণ স্পষ্ট-রিয়াল মাদ্রিদ যা দিতে পারেনি, সেটাই লিওঁ দিয়েছে। নিয়মিত শুরুর একাদশে খেলার সুযোগ ও আস্থাই এনদ্রিককে টেনে নিয়েছে ফরাসি ক্লাবটিতে।