স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম
ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ সাত ম্যাচে জয় মাত্র একটি। সবশেষ তিন ম্যাচে নেই কোনো জয়। দলের এমন বাজে পারফরম্যান্সের পর চেলসির কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এনজো মারেস্কাকে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইতালিয়ান এই কোচের সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দেয় চেলসি। “চেলসি ফুটবল ক্লাব এবং প্রধান কোচ এনসো মারেস্কা আলাদা হয়ে গেছেন।”
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন বলছে, ক্লাবের শীর্ষ পর্যায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া মারেস্কার চাকরি হারানোর প্রধান কারণ। ২০২৪ সালে লন্ডনের ক্লাবটির দায়িত্ব পাওয়া মারেস্কার অধীনে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ফেরে চেলসি। জেতে উয়েফা কনফারেন্স লিগের শিরোপাও। তার অধীনে ইংলিশ ক্লাবটির সবচেয়ে বড় সাফল্য আসে গত বছর নতুন ফরম্যাটে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে। চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজিকে বিধ্বস্ত করে টুর্নামেন্টের শিরোপা জেতে চেলসি।
প্রিমিয়ার লিগে চেলসির সবশেষ জয়টি আসে গত ১৩ ডিসেম্বর, এভারটনের বিপক্ষে ২-০ ব্যবধানে। এরপরের তিন ম্যাচে তারা হেরেছে একটিতে, ড্র করেছে দুটিতে।
গত নভেম্বরে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা চেলসি শিরোপা লড়াইয়ে বেশ ভালোভাবে ছিল। কিন্তু এরপরই খেই হারিয়ে তারা এখন নেমে গেছে তালিকার পাঁচ নম্বরে। ১৯ ম্যাচে ৮ জয়ে তাদের পয়েন্ট এখন ৩০। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে পিছিয়ে আছে ১৫ পয়েন্টে।
আগামী রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে দলের দায়িত্ব কে থাকবেন, সে বিষয়ে এখনও কিছু জানায়নি চেলসি।