স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম
বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস। ঘরের মাঠে ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে সিলেট। লক্ষ্য তাড়া করতে নেমে শামীম হোসেনের ব্যাটে লড়াই করলেও শেষ পর্যন্ত জয়ের বন্দরে ভিড়তে পারেনি ঢাকা। শামীম ৪৩ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেললেও ৬ রানের হার নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।
এ ম্যাচে সস্বাগতিকদের জেতাতে বড় ভূমিকা রেখেছেন মোহাম্মদ আমির। বল হাতে মেইডেনসহ ২ উইকেট নেন তিনি। দুর্দান্ত বোলিংয়ে সাকিব আল হাসানের এক রেকর্ডও ভেঙেছেন তিনি।
আগে ব্যাট করে পারভেজ ইমনের ৪৪ ও আজমত উল্লাহ ওমরজাইয়ের ২৪ বলে ৫০ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় সিলেট। এ সংগ্রহ ডিফেন্ড করতে নেমে বল হাতে দুর্দান্ত ছিলেন আমির।
পাকিস্তানি এ পেসার নিজের করা দ্বিতীয় ওভারেই ঢাকার ওপেনার জোবায়েদ আকবারিকে বোল্ড করেন। এরপর স্বদেশী ইমাদ ওয়াসিমকেও ফেরান তিনি। এর আগে নিজের প্রথম ওভারেই মেইডেন নিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টিতে এটি তাঁর ২৮তম মেইডেন ওভার। তাতেই সাকিবের রেকর্ড ভাঙেন আমির।
টি-টোয়েন্টিতে ২৭ মেইডেন নিয়ে এ তালিকায় দুইয়ে ছিলেন সাকিব। আজ তিনি নেমে গেছেন তিনি। এ তালিকায় সবার উপরে আছেন সুনীল নারাইন। তাঁর মেইডেন ৩৩টি।