images

স্পোর্টস / ক্রিকেট

বৃথা গেল শামীমের ৮১ রানের ঝড়ো ইনিংস, কষ্টার্জিত জয় সিলেটের

স্পোর্টস ডেস্ক

০১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচে আগে ব্যাট করে ঢাকা ক্যাপিটালসকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে সিলেট টাইটান্স। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানে থামে ঢাকার ইনিংস। তাতে ৬ রানের জয় পায় সিলেট

এদিন ঘরের মাঠে শুরুটা ভালো হয়নি সিলেটের। মাত্র ২২ রানের মধ্যে তারা হারায় দুই ওপেনার রনি তালুকদার ও মেহেদি হাসান মিরাজকে। রনি ৭ বলে ১১ রান করে সালমান মির্জার বলে আউট হন। মিরাজ ৭ বলে ৬ রান করে তাসকিন আহমেদের বলে ক্যাচ দেন।

এরপর ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন সাইম আইয়ুব। তবে ধীরগতিতে রান তুলতে গিয়ে ৩৪ বলে ২৯ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে আউট হন তিনি। পারভেজ হোসেন ইমন কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন। ২টি চার ও ২টি ছক্কায় ৩২ বলে ৪৪ রান করে তিনি সাজঘরে ফেরেন।

শেষের দিকে আফিফ হোসেন ১১ বলে ১৩ রান করে সালমান মির্জার বলে বোল্ড হন। তবে শেষ ওভারগুলোতে ম্যাচে গতি ফেরান আজমতউল্লাহ ওমরজাই ও ইথান ব্রুকস। আফগান অলরাউন্ডার ওমরজাই দুর্দান্ত ব্যাটিং করে ৫টি চার ও ৩টি ছক্কায় মাত্র ২৪ বলে ফিফটি করেন। 

অপর প্রান্তে ৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন ইথান ব্রুকস। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রান তুলে ঢাকা ক্যাপিটালসের সামনে ১৭৪ রানের লক্ষ্য দাঁড় করায় সিলেট টাইটান্স।

রান তাড়ায় নেমেই বিপাকে পড়ে ঢাকা। মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দুই ওভারে মাত্র ১ রান তুলে ১ উইকেট হারায় তারা। চাপ সামাল দিয়ে সাইফ হাসান ও উসমান খান কিছুটা প্রতিরোধ গড়লেও পাওয়ার প্লের শেষ বলে উসমান খান আউট হন। ১৫ বলে ২১ রান করেন তিনি। পরের বলেই ফিরে যান সাইফ হাসান (৯)। অধিনায়ক মোহাম্মদ মিঠুন রানের খাতা খুলতে পারেননি, আর নাসির হোসেন থামেন ৫ রানে।

মাত্র ৪৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় ঢাকা। ষষ্ঠ উইকেটে শামীম ও সাব্বির রহমানের ৪৬ রানের জুটি গড়েন। ১৬ ওভারের মধ্যে ফিরে যান ইমাদ ওয়াসিমও (৮)। একদিক আগলে রেখে ৩২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শামীম। শেষ পর্যন্ত শামীম অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেও হার এড়াতে পারেনি ঢাকা। সিলেট থামে ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রানে।