images

স্পোর্টস / ফুটবল

নতুন বছরের শুরুতেই বড় দুঃসংবাদ রিয়ালের, কী করবেন আলোনসো

স্পোর্টস ডেস্ক

০১ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম

শাবি আলোনসোর অধীনে কাঙ্ক্ষিত ছন্দে খেলতে পারছে না রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের কঠিন সময়ে ভরসার প্রতীক হয়ে আছেন কেবল কিলিয়ান এমবাপে। নিয়মিতই দুর্দান্ত ছন্দে খেলছেন তিনি, ভূমিকা রাখছেন দলের জয়ে। দল নিয়ে যখন বিপাকে আলোনসো তখনই বড় এক দুঃসংবাদ পেলেন এই কোচ। সেটিও আবার এমবাপেকে নিয়ে। লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে ছিটকে যেতে হচ্ছে তাঁকে।

নতুন বছরের শুরুতেই এমবাপেকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে রিয়াল। চোটে পড়েছেন ফরাসি এই তারকা। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে শিরোপা লড়াইয়ে থাকা রিয়াল বুধবার এক বিবৃতিতে জানায়, ফরাসি তারকার বাঁ হাঁটুতে স্প্রেইন ধরা পড়েছে।

ক্লাবের মেডিক্যাল পরীক্ষার পর রিয়াল মাদ্রিদ জানায়, “আজ আমাদের মেডিক্যাল সার্ভিসের পরীক্ষায় কিলিয়ান এমবাপের বাঁ হাঁটুতে স্প্রেইন ধরা পড়েছে। তার অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণে রাখা হবে।” তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এএফপিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

লা লিগায় চলতি মৌসুমে ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা এমবাপে। ফলে রোববার শীতকালীন বিরতির পর রিয়ালের প্রথম লিগ ম্যাচ, ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে তার খেলা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমানে বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে লস ব্লাঙ্কোসরা।

এছাড়া ৮ জানুয়ারি সৌদি আরবে অনুষ্ঠিতব্য স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও এমবাপের খেলা অনিশ্চিত। লেভান্তের বিপক্ষে লিগ ম্যাচ এবং সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও মিস করতে পারেন তিনি। রিয়াল জানায়নি ঠিক কখন বা কীভাবে এমবাপে চোট পেয়েছেন, যদিও মঙ্গলবার তিনি দলের সঙ্গে অনুশীলন করেছিলেন। বুধবার তার এমআরআই স্ক্যান করা হয়।

২০২৫ সাল এমবাপের জন্য দারুণ কেটেছে। এক ক্যালেন্ডার বছরে ৫৯ গোল করে তিনি মাদ্রিদের ক্লাবটির হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করেছেন। পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দেওয়ার পর ৮৩ ম্যাচে তার গোল ৭৩টি। গত মৌসুমে ৩১ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি।

এমবাপের অনুপস্থিতিতে রিয়ালের চোটের তালিকাও লম্বা- দানি কারভাহাল, এদের মিলিতাও, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ফেদেরিকো ভালভার্দে চোটে আছেন। আর ব্রাহিম দিয়াজ মরক্কোর হয়ে আফ্রিকা কাপ অব নেশনসে খেলতে গেছেন। এদিকে আলোনসোর রিয়ালে প্রথম একাদশে যে কয়েকজন ফুটবলারের জায়গা পাকা ছিল তাদের মধ্যে এমবাপে একজন। যে কোনো ম্যাচ জিততে এমবাপের উপর ভরসা করতেন স্প্যানিশ এই কোচ। প্রথম একাদশে জায়গা পাকা নয় ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোর মত তারকা ফুটবলারদেরও। কিন্তু এমবাপে চোটে পড়ায় এখন প্রথম একাদশ নিয়ে নতুন করেই ভাবতে হবে আলোনসোকে।