স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম
বিদায় নিয়েছে ২০২৫ সাল, স্বাগত নতুন বছর ২০২৬। বাংলাদেশের ক্রিকেটের জন্য ২০২৫ সাল যেমন ব্যস্ত ছিল, ঠিক তেমনি ২০২৬ সালও হতে যাচ্ছে ঠাসা সূচির এক বছর।
বর্তমানে ক্রিকেটাররা ব্যস্ত আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। নতুন বছরের শুরুতেই চলবে এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বিপিএল শেষ করেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে মাঠে নামবে বাংলাদেশ দল। ফেব্রুয়ারি ও মার্চ মাসজুড়ে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।
বিশ্বকাপ শেষ হওয়ার পরই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। তবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সঙ্গে সূচির সংঘর্ষ থাকায় সিরিজটি দুই ভাগে আয়োজনের চেষ্টা চলছে। এই সফরে পাকিস্তান বাংলাদেশে এসে খেলবে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ।
এপ্রিলের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
জুনের শুরুতে বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। তাদের সঙ্গেও ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। জুনের শেষ দিকে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পরই জিম্বাবুয়ে সফরে যাবে টাইগাররা। জুলাই মাসজুড়ে জিম্বাবুয়ের বিপক্ষে ২টি টেস্ট ও ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
আগস্টের শুরুতে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে তারা। আগস্টের শেষ দিকে দেশে ফিরে কিছুটা বিশ্রামের সুযোগ পাবে দল।
অক্টোবরের মাঝামাঝি সময়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসবে। ক্যারিবীয়দের বিপক্ষে ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।
নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। এই সিরিজ শেষ হবে ডিসেম্বরের শুরুর দিকে। এর মধ্য দিয়েই ২০২৬ সালের আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম শেষ করবে বাংলাদেশ দল।
বছরের শেষ দিকে বিপিএল আয়োজনের জন্য একটি ফাঁকা উইন্ডো রাখা হয়েছে। শেষ পর্যন্ত সেই সময়ে বিপিএল মাঠে গড়ায় কিনা, সেটাই এখন দেখার বিষয়।