স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পিএম
অ্যাশেজ সিরিজ শেষ হলে সিডনিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলের খেলোয়াড়দের একসঙ্গে বসে পান করার পুরোনো ঐতিহ্য আবার ফিরতে পারে- এমনটাই আশা করছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড।
সিরিজ শেষে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আড্ডা দেওয়ার রীতি থাকলেও ২০২৩ অ্যাশেজের পর সেটি আর হয়নি। ওভালে পঞ্চম টেস্ট শেষে ইংল্যান্ড দলের একাধিক খেলোয়াড় ও স্টাফের বিদায় সংক্রান্ত ব্যস্ততার কারণে তখন যৌথ উদযাপন সম্ভব হয়নি।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে হেড বলেন, দুই দলের মধ্যে পারস্পরিক সম্মান রয়েছে এবং তিনি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজ শেষ হওয়ার পর একসঙ্গে বসে সময় কাটানোর অপেক্ষায় আছেন।
“দুই দলের মধ্যেই পারস্পরিক শ্রদ্ধা আছে। ওদের কয়েকজনের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। ডাকি (বেন ডাকেট)-এর সঙ্গে একটা বিয়ার খাওয়ার অপেক্ষায় আছি,” বলেন হেড।
তিনি যোগ করেন, “জেনে ভালো লাগছে যে আমরা সিরিজ জিতেই সেখানে যাচ্ছি।”
চলতি পাঁচ ম্যাচের অ্যাশেজে অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে এগিয়ে আছে। অ্যাডিলেডে তৃতীয় টেস্ট জিতে তারা আগেই অ্যাশেজ ধরে রেখেছে। ২০২৩ অ্যাশেজে জনি বেয়ারস্টোর বিতর্কিত রানআউটকে কেন্দ্র করে ‘স্পিরিট অব ক্রিকেট’ বিতর্কে দুই দলের সম্পর্ক কিছুটা তিক্ত হয়ে উঠেছিল। লর্ডসে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সঙ্গে দর্শকদের বাকবিতণ্ডা এবং পরবর্তী মন্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়। পরে ব্রেন্ডন ম্যাককালাম যৌথ আড্ডার কথা বললেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।
এবার সেই দূরত্ব ঘোচানোর সুযোগ দেখছেন হেড। আগামী ৪ জানুয়ারি সিডনিতে শুরু হচ্ছে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।