images

স্পোর্টস / ফুটবল

বড় জয়ে বছর শেষ করল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পিএম

দারুণ এক জয় দিয়েই বছর শেষ করল আর্সেনাল। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে উড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল মিকেল আর্তেতার দল। তবে লিগে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়াকে এখনই বড় কিছু হিসেবে দেখতে চান না আর্সেনাল কোচ।

মঙ্গলবার এমিরেটসে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর ঝড় তোলে গানার্সরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই হেডে গোল করে দলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল মাগালহায়েস। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন সুবিমেন্দি। এরপর লিয়ান্দ্রো ট্রসার্ডের জোরাল শটে আসে তৃতীয় গোল। বদলি হিসেবে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই গোল করে দীর্ঘ গোলখরা কাটান গ্যাব্রিয়েল জেসুস।

যোগ করা সময়ে অলিভার ওয়াটকিনস একটি সান্ত্বনার গোল করলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি আর্সেনালের হাতেই। এই হারে থামে অ্যাস্টন ভিলার টানা ১১ ম্যাচের জয়ের ধারা।

ম্যাচ শেষে আর্তেতা বলেন, “বছরটা শেষ করার জন্য এটা নিঃসন্দেহে দারুণ এক জয়। তবে আমরা জানি লিগটা কত লম্বা। সামনে আরও অনেক কঠিন ম্যাচ আছে। এখন একমাত্র লক্ষ্য পরের ম্যাচে তিন পয়েন্ট।”

শিরোপার দৌড়ে আর্সেনাল এগিয়ে গেলেও এক ম্যাচ কম খেলেছে ম্যানচেস্টার সিটি। বৃহস্পতিবার সান্ডারল্যান্ডকে হারাতে পারলে তারা ব্যবধান কমিয়ে দুই পয়েন্টে নামিয়ে আনতে পারবে। শনিবার বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। হাঁটুর চোট কাটিয়ে ডেকলান রাইস ফিরবেন বলে আশাবাদী কোচ আর্তেতা।