images

স্পোর্টস / ক্রিকেট

বিশ্বকাপের আগে শাহিন আফ্রিদিকে নিয়ে দুশ্চিন্তায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ এএম

পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি হাঁটুর চোটের কারণে চলমান বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৫তম আসর থেকে ছিটকে গেছেন। শনিবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ব্রিসবেন হিটের ম্যাচে চোট পান তিনি।

বিবিএলে নিজের প্রথম মৌসুম শেষ হয়ে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ নিশ্চিত করে শাহিন ফ্র্যাঞ্চাইজি ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

শাহিন লিখেছেন, “ব্রিসবেন হিট দল ও সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। দুর্ভাগ্যজনকভাবে অপ্রত্যাশিত এক চোটের কারণে আমাকে পিসিবি ডেকে নিয়েছে এবং এখন আমাকে পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। আশা করছি দ্রুত মাঠে ফিরতে পারব। ততদিন দলের জন্য গলা ফাটাব।”

২৫ বছর বয়সী এই পেসার এবারের বিবিএলে চার ম্যাচে মাত্র দুটি উইকেট নেন, রান দেন ওভারপ্রতি ১১.১৯ হারে।

উল্লেখ্য, শাহিন আফ্রিদি পাকিস্তানের আসন্ন শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি দলে নেই। বিবিএলে খেলার প্রতিশ্রুতির কারণে বাবর আজমের সঙ্গে তাকেও স্কোয়াডের বাইরে রাখা হয়েছিল। পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলার পর জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ খেলবে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ।

এদিকে শাহিনের হাঁটুর চোটের মাত্রা নিয়ে উদ্বেগ রয়েছে। কারণ, এই চোট ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।