images

স্পোর্টস / ফুটবল

টিকিটের চাহিদায় অতীত রেকর্ড ভাঙল ২০২৬ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ এএম

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন ২০২৬ শুরু হবে ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের টিকিটের দাম নিয়ে শুরুতে সমালোচনা হলেও, টিকিটের বিপুল চাহিদায় সেই সমালোচনা এখন চাপা পড়ে গেছে।

ফিফার হিসাব অনুযায়ী, এবারের বিশ্বকাপে বিক্রির জন্য টিকিটের সংখ্যা হবে প্রায় ৬০ থেকে ৭০ লাখ। কিন্তু এরই মধ্যে ফিফার কাছে জমা পড়েছে প্রায় ১৫ কোটি টিকিটের আবেদন। যা আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় অনেক বেশি।

ফিফা জানিয়েছে, বর্তমানে বিশ্বকাপের র‍্যান্ডম সিলেকশন ড্র টিকেটিং পর্ব চলছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত টিকিটের জন্য আবেদন করা যাবে। তবে এর মধ্যেই ২০০টির বেশি দেশ থেকে সমর্থকরা আবেদন করেছেন। যাচাইকৃত ক্রেডিট কার্ডের তথ্য অনুযায়ী, টিকিটের চাহিদা সরবরাহের তুলনায় প্রায় ৩০ গুণ বেশি।

ফিফা প্রথম বিশ্বকাপ আয়োজন করে ১৯৩০ সালে। কাতার বিশ্বকাপ পর্যন্ত মোট ২২টি আসর অনুষ্ঠিত হয়েছে। এসব আসরে ৯৬৪ ম্যাচে ফিফা মোট ৪ কোটি ৪৪ লাখ টিকিট বিক্রি করেছে। অথচ শুধু ২০২৬ বিশ্বকাপের জন্যই এর চেয়ে ৩.৪ গুণ বেশি টিকিটের আবেদন জমা পড়েছে।

এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, “২০২৬ বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় ও সর্বজনীন আসর। মাত্র ১৫ দিনের মধ্যেই এই টুর্নামেন্ট আগের তুলনায় ৩০ গুণ বেশি চাহিদা তৈরি করেছে। আমরা উত্তর আমেরিকায় ইতিহাস গড়তে যাচ্ছি, যেখানে সারা বিশ্বের মানুষ একত্রিত হবে। এটি হবে ফুটবল ঐক্যের সবচেয়ে বড় উদ্‌যাপন।”