images

স্পোর্টস / ক্রিকেট

সাধারণ ছুটির দিনে হবে না বিপিএল, সূচিতে ফের পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ এএম

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচ স্থগিত করার ঘোষণা দেয়। নতুন সূচি পরবর্তীতে জানানো হবে বলা হলেও কয়েক ঘণ্টা না পেরোতেই নতুন সূচি প্রকাশ করে বিসিবি। 

যেখানে আজ (বুধবার) বিকেল ৩টায় দিনের প্রথম ম্যাচ এবং দ্বিতীয়টি রাত ৭টা ৪৫ মিনিটে মাঠে গড়াবে বলে জানানো হয়। বিকেলে নতুন সূচি জানানোর পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত হতেই বিসিবি ইউটার্ন নিয়ে থাকে। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্থগিত হওয়া দুই ম্যাচ আগামীকাল হচ্ছে না। 

বিবৃতিতে জানানো হয়, ম্যাচের সূচি ফের পরিবর্তন করে আগামী বছরের ৪ জানুয়ারি নেওয়া হয়েছে। সিলেটে আজকের ম্যাচের জন্য যারা টিকিট কেটেছেন, ওই টিকিটেই আগামী ৪ জানুয়ারি তারা খেলা দেখতে পারবেন।

ম্যাচের সূচি পরিবর্তনের পেছনে মূলত আগামীকালকের সাধারণ ছুটির কথা উল্লেখ করেছে বিসিবি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এর অংশ হিসেবে প্রথম দিনের সাধারণ ছুটির কারণে আগামীকাল (বুধবার) বিপিএলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে বিসিবি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১,২ জানুয়ারি বিপিএলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ক্রিকেট বোর্ড বিবৃতিতে আরও জানিয়েছে, আগামী ৫ জানুয়ারি থেকে বিপিএলের সূচি পূননির্ধারণ করে পরবর্তীতে প্রকাশ করা হবে।