images

স্পোর্টস / ক্রিকেট

ক্রিকেটে খালেদা জিয়ার অবদান স্মরণ করলেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পিএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে তিনি ক্রিকেটের প্রতি খালেদা জিয়ার বড় অবদানের কথা স্মরণ করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় বুলবুল বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এটি জাতির জন্য একটি বড় ক্ষতি।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি তার কাছ থেকে পাওয়া প্রেরণা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। ক্রিকেটের প্রতি তার আগ্রহ ছিল খুব গভীর। তিনি বুঝতেন যে, ক্রিকেট দেশকে একত্রিত করতে পারে। তার সময়ে ক্রিকেটের জন্য অনেক সুযোগ-সুবিধা ও অবকাঠামো তৈরি হয়েছে, যা খেলাটির ভিত্তি মজবুত করেছে।’

বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সেসময়ের সরকারের সহায়তার কথা স্মরণ করে বুলবুল বললেন, ‘২০০৪ সালে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসহ বিভিন্ন ভেন্যু নির্মাণে যে সহযোগিতা পাওয়া গেছে, তা দেশের ক্রিকেট এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছে।’

সৃতি চারণ করতে গিয়ে বুলবুল বলেন, ‘১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের পর আমাদের বিভিন্ন জায়গায় সংবর্ধনা দেওয়া হয়েছিল। তার মধ্যে একটি ছিল তৎকালীন বিএনপির পক্ষ থেকে মিন্টু রোডে আয়োজিত সংবর্ধনা। আমি তখন দলের ভাইস ক্যাপ্টেন ছিলাম। বক্তৃতার সময় অনিচ্ছাকৃতভাবে একটি ভুল বলায় পুরও মঞ্চ কিছুক্ষণ নীরব হয়ে যায়। পরে সঙ্গে সঙ্গে ভুল সংশোধন করি। ঘটনাটি আজও আমার মনে গভীরভাবে দাগ কেটে আছে।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল উল্লেখ করেন, খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর মাধ্যমেও ক্রিকেটে তার উত্তরাধিকার রয়ে গেছে। কোকোর দূরদর্শিতা বাংলাদেশে ক্রিকেটের আধুনিকায়নে বড় ভূমিকা রেখেছে।

শেষে তিনি বলেন, ‘বিসিবির পক্ষ থেকে খালেদা জিয়ার পরিবার, প্রিয়জন ও শোকাহত সবার প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা তাদের দুঃখে শরিক।’