images

স্পোর্টস / ক্রিকেট

রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তাঁর অবদান মানুষ মনে রাখবে- মাশরাফি

স্পোর্টস ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পিএম

বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য অধ্যায় শেষ হলো। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ছাপ ইতিহাসে অমোঘ হয়ে থাকবে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

তার ইন্তেকালে সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীরা ছাড়াও প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক জানাচ্ছেন।

খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গণেও। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল করেছে বিসিবি। ফেডারেশন কাপের খেলা স্থগিত করেছে বাফুফেও। রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি আপসহীন এই নেত্রীর প্রয়াণে শোক জানাচ্ছেন ক্রীড়াঙ্গণের তারকারা। 

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সাকিব আল হাসান। শোক জানিয়েছেন মাশরাফি বিন মোর্তাজাও। ফেসবুকে শোকবার্তা জানিয়ে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তাঁর শোক সন্তপ্ত পরিবার, তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

Screenshot_2025-12-30_135421

রাজনীতিতে বেগম জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে জানিয়ে মাশরাফি আরও লিখেন, রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তাঁর অবদান দেশের মানুষ মনে রাখবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।