images

স্পোর্টস / ক্রিকেট

ভারতীয় অধিনায়ক সূর্যকুমারকে নিয়ে বিস্ফোরক দাবি বলিউড অভিনেত্রীর

স্পোর্টস ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পিএম

ভারতীয় অভিনেত্রী ও মডেল খুশি মুখার্জি সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে ভারতীয় টি–টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে তিনি দাবি করেন, অতীতে একাধিক ক্রিকেটার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, যার মধ্যে সূর্যকুমার যাদবের নামও উল্লেখ করেন তিনি।

বলিউড বিষয়ক প্ল্যাটফর্ম ‘বলো বলিউড’-কে দেওয়া সাক্ষাৎকারে খুশি বলেন, সূর্যকুমার যাদব একসময় তাঁকে নিয়মিত মেসেজ করতেন। তবে বিষয়টি পরিষ্কার করে তিনি জানান, তাঁদের মধ্যে কখনোই কোনো রোমান্টিক সম্পর্ক ছিল না এবং ভবিষ্যতেও এমন কোনো ‘লিঙ্ক-আপ’ তিনি চান না।

খুশির ভাষায়, “অনেক ক্রিকেটারই আমার পেছনে ছিলেন। সূর্যকুমার যাদব আমাকে অনেক মেসেজ করতেন, কিন্তু এখন তেমন কথা হয় না। আমি কোনো লিঙ্ক-আপ চাই না, আর এমন কিছু ছিলও না।”

রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা ১০’ ও ‘লাভ স্কুল ৩’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া খুশি মুখার্জি পরে ‘বালবীর রিটার্নস’সহ একাধিক টিভি ও ডিজিটাল প্রজেক্টে কাজ করেন। সাহসী ফ্যাশন স্টেটমেন্ট ও খোলামেলা মন্তব্যের জন্য তিনি প্রায়ই শিরোনামে থাকেন।

এ বিষয়ে এখনো পর্যন্ত সূর্যকুমার যাদবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।